Advertisement
০২ ডিসেম্বর ২০২৪
Pulwama Terror Attack

পুলওয়ামা হামলার জের, কাশ্মীরি পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ কেন্দ্রের

বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে হামলার পর সর্বপ্রথম কাশ্মীরি নাগরিকদের নিরাপত্তার দাবি তোলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।

পুলওয়ামায় হামলার পর এমন পদক্ষেপ কেন্দ্রের। ছবি: রয়টার্স।

পুলওয়ামায় হামলার পর এমন পদক্ষেপ কেন্দ্রের। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১১
Share: Save:

পুলওয়ামায় হামলার পর বিদ্বেষের আবহ দেশে। এমন পরিস্থিতিতে কাশ্মীরি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় হামলার পর থেকে নানা ধরনের মন্তব্য সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। হেনস্থা ও হুমকির ঘটনাও সামনে এসেছে। তারপরই এমন পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক বলেন, ‘‘পুলওয়ামায় জঙ্গি হামলার পর বিভিন্ন জায়গায় কাশ্মীরি নাগরিকরা হেনস্থা হয়েছেন বলে খবর পেয়েছি। তাঁদের হুমকিও দেওয়া হচ্ছে। তাই দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পদক্ষেপ করতে বলা হয়েছে, যাতে জম্মু-কাশ্মীরের বাসিন্দারা পূর্ণ নিরাপত্তা পান।’’

কেন্দ্রীয় সরকারের নির্দেশ পাওয়ার পর জম্মু-কাশ্মীর পুলিশের তরফেও বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। যাতে বিপজ্জনক পরিস্থিতিতে তাঁদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া যায়।

জম্মু-কাশ্মীর পুলিশের টুইট।

সাম্প্রতিক জঙ্গি হামলা সম্পর্কে এই তথ্যগুলি জানেন?

আরও পড়ুন: পুলওয়ামা হামলার চক্রী মাসুদ ঘনিষ্ঠ রশিদ, দাবি এনআইএ-র​

আরও পড়ুন: আত্মরক্ষার্থে ভারতের যে কোনও পদক্ষেপকে পূর্ণ সমর্থন করা হবে, জানিয়ে দিল আমেরিকা​

বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে হামলার পর সর্বপ্রথম কাশ্মীরি নাগরিকদের নিরাপত্তার দাবি তোলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। শুক্রবার সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। কাশ্মীরিদের নিরাপত্তা নিশ্চিত করতে টুইটারে তাঁকে আর্জি জানিয়েছিলেন ওমর আব্দুল্লা।

সে ব্যাপারে পদক্ষেপ করার আগেই দেহরাদূন এবং হরিয়ানায় কাশ্মীরি পড়ুয়াদের হেনস্থা হওয়ার খবর মেলে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, বাড়িতে হামলার আশঙ্কায় দেহরাদূনে পড়ুয়াদের ভাড়াবাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন এক বাড়ির মালিক। হরিয়ানাতেও একই ঘটনা ঘটে। তার পরেই এ দিন সরকারের তরফে সে ব্যাপারে পদক্ষেপ করা হয়। সেই খবর চাউর হওয়ার পরই তড়িঘড়ি ব্যবস্থা নেয় কেন্দ্রীয় সরকার।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

অন্য বিষয়গুলি:

Pulwama Terror Attack Pulwama Attack Kashmiris Protection Security MHA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy