Advertisement
E-Paper

‘আলোচনার জন্য’ রাষ্ট্রদূতকে ইসলামাবাদে ফিরিয়ে নিয়ে গেল পাকিস্তান

দু’দেশের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে পাক বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৪
পাক রাষ্ট্রদূত সোহেল মেহমুদ। —ফাইল চিত্র

পাক রাষ্ট্রদূত সোহেল মেহমুদ। —ফাইল চিত্র

পুলওয়ামা হামলার জেরে বেড়েই চলেছে ভারত-পাক কূটনৈতিক উত্তাপ। পাক রাষ্ট্রদূত সোহেল মেহমুদকে ডেকে পাঠিয়ে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে ভারত। নয়াদিল্লিতে উড়িয়ে আনা হয়েছে ইসলামাবাদে ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে। এই উত্তপ্ত বাতাবরণের মধ্যেই এ বার তাদের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিল পাকিস্তান।

দু’দেশের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে পাক বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। জরুরি তলব পেয়ে সোমবারই দিল্লি থেকে ইসলামাবাদে গিয়েছেন সোহেল মেহমুদ।পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সাল টুইট করে জানান, ‘সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লিতে আমাদের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছি আমরা। আজ (সোমবার) সকালেই দিল্লি ছেড়েছেন তিনি।’’

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানার পরের দিন শুক্রবারই নয়াদিল্লিতে পাক রাষ্ট্রদূত সোহেল মেহমুদকে ডেকে পাঠিয়েছিল ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সেই সময়ই কূটনৈতিক স্তরে যতটা চাপ দেওয়া সম্ভব, তা দেওয়া হয়েছিল পাকিস্তানকে। এই হামলার চক্রান্তকারীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা না নিলে চূড়ান্ত ফল ভোগ করতে হবে বলে পাক রাষ্ট্রদূতকে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

ভারতে জঙ্গি সন্ত্রাস

আরও পড়ুন: পুলওয়ামা কাণ্ডের মাস্টারমাইন্ড, মাসুদ ঘনিষ্ঠ কামরান খতম, সংঘর্ষে হত চার সেনাও

অন্য দিকে, পুলওয়ামায় হামলার পর পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি, সেখানকার সাধারণ মানুষ এবং সরকারি স্তরে মনোভাব কী, জঙ্গি দমনে পাক সরকারের তরফে নতুন কোনও তৎপরতা চোখে পড়েছে কিনা, সে সব জানতে ইসলামাবাদ থেকে ডেকে পাঠানো হয় ভারতীয় রাষ্ট্রদূত বিজয় বিসারিয়াকে। তিনিও তলব পেয়ে জরুরি ভিত্তিতে নয়াদিল্লিতে চলে এসেছেন।

আরও পড়ুন: সার্জিকাল স্ট্রাইক নয়, আকাশ থেকে সোজা মাসুদের ডেরাতেই আঘাত হানতে বলছেন বিশেষজ্ঞরা

কূটনৈতিক মহলের ব্যাখ্যা, নয়াদিল্লির পক্ষ থেকে পাক রাষ্ট্রদূতকে কী কী বলা হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ জানতেই দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাক রাষ্ট্রদূতকে। পাশাপাশি পুলওয়ামা পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানের অবস্থান কী হবে, সেই বিষয়ে সোহেল মেহমুদকে ভাল করে বুঝিয়ে তার পর ফের নয়াদিল্লিতে পাঠানো হতে পারে তাঁকে। আবার কূটনৈতিক বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, পুলওয়ামা নিয়ে দু’দেশের উত্তপ্ত বাতাবরণ কিছুটা থিতিয়ে যাওয়ার পরই সোহেল মেহমুদকে নয়াদিল্লিতে পাঠানো হতে পারে।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

Sohail Mahmood Pulwama Terror Attack পুলওয়ামা পুলওয়ামা হামলা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy