রাজীব গাঁধী হত্যার মতো ঘটনা ঘটিয়ে ‘মোদীরাজ’ শেষ করে দেওয়ার চক্রান্ত। বিদ্বজ্জনদের গ্রেফতারির পক্ষে সাফাই দিতে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করল মহারাষ্ট্র পুলিশ। শুক্রবার সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্র পুলিশের অতিরিক্ত এডিজি দাবি করেন, ধৃত বিদ্বজ্জনদের বিরুদ্ধে মাও যোগের স্পষ্ট প্রমাণ মিলেছে। মাওবাদীদের যোগসাজশে ‘রকেট লঞ্চার’ হামলার মতো বড় কোনও নাশকতার স্পষ্ট প্রমাণ মিলেছে বলেও দাবি এডিজির।
বিদ্বজ্জনদের গ্রেফতারি নিয়ে দেশ জুড়ে প্রবল চাপের মুখে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন ডিআইজি পরমবীর সিংহ। তিনি জানান, ভীমা কোরেগাঁও কাণ্ডে এ বছরের জুনে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে ছিলেন রোনা উইলসন। তিনি ‘কবীর কলা মঞ্চ’-এর সদস্য। আবার সোমবার যাঁদের ধরা হয়েছে, তারাও সকলে এই মঞ্চের সদস্য।
এডিজির দাবি, গত বছরের ৩০ জুন এই রোনা উইলসনের সঙ্গে মাও নেতা সুরেন্দ্র গ্যাডলিং ওরফে প্রকাশের কথোপকথনের একটি সূত্র পায় পুলিশ। ওই কথোপকথন ‘প্রটেক্টেড’ বা সুরক্ষিত হলেও পুলিশ তার পাসওয়ার্ড উদ্ধার করে। সেই সূত্রেই ইঙ্গিত মেলে, নাশকতা ঘটিয়ে মোদী সরকারকে ফেলে দিয়ে চায় মাওবাদীরা।