Advertisement
০৪ মে ২০২৪
National news

কী রঙের অন্তর্বাস পরবে ছাত্রীরা? ঠিক করে দিল এই স্কুল!

নির্দেশ না মানলে পড়ুয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হবে, জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ!

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
পুণে শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৮ ১৫:০৫
Share: Save:

ছাত্রীদের অদ্ভুত নিদান দিল পুণের একটি স্কুল। কী রঙের অন্তর্বাস পরবে পড়ুয়ারা, স্কার্টের দৈর্ঘ্য কতটা হবে এমনকী, দিনের ঠিক কোন সময়ে শৌচালয় ব্যবহার করতে পারবে তারা তা-ও স্কুলের নিয়মানুবর্তিতায় বেঁধে দিল স্কুলটি! নির্দেশ না মানলে পড়ুয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হবে, জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ!

পুণের মেয়ারস এমআইটি স্কুলের ঘটনা। স্কুলের এই নিদান জানার পর বুধবার স্কুল চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ জানান পড়ুয়া এবং অভিভাবকেরা। অন্তর্বাসের মতো একেবারে ব্যক্তিগত জিনিস কী ভাবে স্কুল নিয়ন্ত্রণ করতে পারে ভেবে পাচ্ছেন না অনেকেই। তবে স্কুল কর্তৃপক্ষ এর মধ্যে খারাপ কিছু দেখছেন না। পরিবর্তে স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, অতীতের থেকে শিক্ষা নিয়ে অনেক ভেবে এই সিদ্ধান্তে এসেছেন তাঁরা।

এক অভিভাবক সূত্রের খবর, সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ। তাতে জানানো হয়েছে, প্রত্যেক ছাত্রীকে সাদা বা ত্বকের রঙের অন্তর্বাস পরতে হবে। পায়ের ঠিক কতদূর পর্যন্ত স্কার্ট থাকতে পারে তার মাপ জানানো হয়েছে ওই নির্দেশিকায়। এমনকী সবচেয়ে অবাক এবং ভয়ঙ্কর নিদান হল, ছাত্রীরা কোন কোন সময়ে স্কুলের শৌচালয়ে যেতে পারবেন তারও সময় বেঁধে দেওয়া হয়েছে।

এই পুরো বিষয়টা ছাত্রীদের স্কুলের ডায়েরিতে লিখে অভিভাবকদের সই করিয়ে আনতেও বলা হয়েছে। কোনও ছাত্রী এর খেলাপ করলে তার এবং অভিভাবকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্কুল, জানান ওই অভিভাবক।

আরও পড়ুন: মৃত্যুর আগে কী করছিলেন বুরারি পরিবারের সদস্যরা? ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

স্কুল কর্তৃপক্ষ অবশ্য এতে কোনওরকম ভুল খুঁজে পাচ্ছেন না। এমআইটি গ্রুপ অফ ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর সুচিত্রা কারাদ নাগারে বলেন, ‘‘স্কুলের ডায়েরিতে এই নির্দেশিকার উদ্দেশ্যে খুবই মহৎ। অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতা থেকেই স্কুল এই সিদ্ধান্ত নিয়েছে। এতে আমাদের কোনও হিডেন এজেন্ডা নেই।’’ মহারাষ্ট্র সরকার তদন্তের নির্দেশ দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

School dress Pune পুণে
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE