সাংসদ পদ থেকে তাঁর ইস্তফার পর কেটে গিয়েছে প্রায় আড়াই মাস। কিন্তু পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান এখনও তাঁর জন্য বরাদ্দ দিল্লির সরকারি ফ্ল্যাট ছাড়েননি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে লোকসভার সচিবালয় মানের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ তুলেছে। সাংসদ কোটায় বরাদ্দ ফ্ল্যাট থেকে তাঁকে উচ্ছেদেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পঞ্জাবের বিধানসভা ভোটে আম আদমি পার্টির বিপুল জয়ের পরে গত ১৪ মার্চ সঙ্গরুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মান। ১৬ মার্চ পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। লোকসভা সচিবালয় সূত্রে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী ইস্তফা দেওয়ার এক মাস অর্থাৎ, গত ১৩ এপ্রিলের মধ্যে সাংসদ হিসেবে বরাদ্দ নর্থ অ্যাভিনিউর ১৫৩ এবং ডুপ্লেক্স নম্বর ৩৩ আবাসন খালি করে দেওয়ার কথা ছিল মানের। কিন্তু এখনও সেই সরকারি আবাসনের দখল ছাড়েননি তিনি।