Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Parkash Singh Badal

প্রকাশ সিংহ বাদলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী থেকে মমতার, বৃহস্পতিবার শেষকৃত্য

বৃহস্পতিবার পৈতৃক ভিটে মুক্তসর জেলার বাদল গ্রামে তাঁর শেষকৃত্য হবে। তাতে হাজির থাকার কথা প্রধানমন্ত্রী মোদী, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান-সহ বহু বিশিষ্ট ব্যক্তির।

File image of Parkash Singh Badal

প্রকাশ সিংহ বাদলের মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর। — ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১২:৩১
Share: Save:

পঞ্জাবের পাঁচ বারের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলের মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া। কিছু দিন আগেই শ্বাসকষ্টের সমস্যার কারণে প্রকাশ সিংহকে ভর্তি করা হয়েছিল পঞ্জাবের মোহালির একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। নবতিপর নেতার বয়স হয়েছিল ৯৫ বছর। জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রয়াত নেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রকাশ সিংহের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনসিপি প্রধান শরদ পওয়ার প্রমুখ।

১৯৫৭ সালে প্রথম বার বিধায়ক হন কংগ্রেসের টিকিটে। তার পর ৬০ বছরেরও বেশি সময় ধরে সংসদীয় রাজনীতিতে থেকেছেন তিনি। মোট পাঁচ বার পঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাঁকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল। কৃষক আন্দোলনের সময় সেই সম্মান ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

প্রকাশ সিংহের মৃত্যুতে দু’দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পঞ্জাবে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যে সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক বন্ধ থাকবে। বৃহস্পতিবারই বাদলদের পৈতৃক ভিটে মুক্তসর জেলার বাদল গ্রামে প্রকাশ সিংহের শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্যের অনুষ্ঠানে হাজির থাকার কথা প্রধানমন্ত্রী মোদী, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান-সহ বহু বিশিষ্ট ব্যক্তির। পঞ্জাবের বিভিন্ন জায়গা থেকে প্রকাশ সিংহের অনুগামীরা বাদল গ্রামের উদ্দেশে ইতিমধ্যেই যাত্রা শুরু করে দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE