ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার! সোমবারের জঙ্গি হানায় পঞ্জাব পুলিশের এই ছবিটাই আরও এক বার ধরা পড়ল।
হাতে সেই পুরনো দিনের রাইফেল। গায়ে নেই কোনও বুলেট প্রুফ জ্যাকেট। এমনকী, হেলমেটের বদলে মাথায় রয়েছে পাগড়ি। ‘স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিক্স’ বাহিনীর সদস্যদের নি-প্যাড থাকলেও মাথায় ছিল না কোনও হেলমেট। কয়েক জনের হাতে অবশ্য এসএলআর থাকলেও পঞ্জাব পুলিশের বেশির ভাগ পুলিশকর্মীই সোমবার এ ভাবেই জঙ্গি নিকেশে ময়দানে নামলেন। এমনকী, যে দীননগর থানায় এ দিন জঙ্গিরা গ্রেনে়ড ছুড়ল, তার মোকাবিলায় পুলিশকর্মীদের কোনও প্রশিক্ষণও ছিল না বলে অভিযোগ উঠতে শুরু করেছে। উল্টো দিকে জঙ্গিদের হাতে ছিল একে ৪৭-সহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। সেনা বাহিনী উদ্ধার কাজে নামার পরও প্রায় ১২ ঘণ্টা লাগল জঙ্গি নিকেশ করতে! আর সেখানেই জাঁকাল হয়ে উঠছে প্রশ্নটি। সীমান্ত ঘেঁষা এমন একটি রাজ্যের পুলিশ বাহিনী এখনও কেন পরিকাঠামোগত ভাবে পুরনো আমলে পড়ে রয়েছে?
এ দিন ভোরে গুলির শব্দেই ঘুম ভাঙে দীননগরের। থানা থেকে ৫০০ মিটার দূরে বাড়ি যতীন্দ্র কুমারের। পেশায় রাজ্য স্বাস্থ্য দতরের কর্মী যতীন্দ্র এ দিন বলেন, ‘‘ঘড়িতে তখন সকাল সওয়া ছ’টা বাজে। এক বন্ধু মোবাইলে ফোন করে জঙ্গি হামলার কথা জানায়। তার আগে থেকেই আধো ঘুমে গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম।’’ ফোন পেয়ে সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে ছাদে ওঠেন তিনি। যতীন্দ্রের সংযোজন, ‘‘গোলাগুলির শব্দে বাইরে তখন কান পাতা দায়।’’ সেনা জওয়ানরা তত ক্ষণে এসে গিয়েছে। দু’পক্ষের লড়াইয়ের মাঝে তখন ভয়ে কাঁপছে গোটা দীননগর।