কোভিড বিধি মেনেই পুরীর রথযাত্রা পালিত হবে এ বছর। তবে ওড়িশার আরও কোথাও রথযাত্রা পালন করা যাবে না বলে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।
স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ জেনা বৃহস্পতিবার জানিয়েছেন, এ বছর পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হবে। তবে কোনও ভক্ত এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। তবে যে সব সেবাইতের টিকার দুটো ডোজই নেওয়া থাকবে, তাঁদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন জেনা।