লোকসভার বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও তাঁকে বলতে দেওয়া হচ্ছে না বলে আজ সংসদ চত্বরে সরকারকে দুষে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘‘আমি বিরোধী দলের নেতা। আমার কথা বলার অধিকার রয়েছে। কিন্তু আমায় বলতে দেওয়া হচ্ছে না।’’ ভাইয়ের সমর্থনে সরব হতে দেখা যায় প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকেও।
অপারেশন সিঁদুর নিয়ে আজ থেকেই আলোচনার দাবিতে বিরোধীরা অনড় থাকায় বেলা বারোটা নাগাদ দ্বিতীয় বারের জন্য লোকসভা অচল হয়ে যায়। সে সময় লোকসভার বাইরে বেরিয়ে এসে রাহুল বলেন, ‘‘লোকসভা কক্ষে প্রতিরক্ষামন্ত্রী বা বিজেপির অন্য নেতারা বলতে পারছেন, কিন্তু বিরোধীদের বলার কোনও অধিকার নেই! সরকার থেকে যদি কিছু বলে, তা হলে বিরোধীদেরও দু’টি শব্দ বলতে দেওয়া হয়। কিন্তু এরা সে সব নিয়ম মানছে না।’’ অন্য দিকে সরকার আলোচনা চাইলেও বিরোধীরা আসলে ঝামেলা করে আলোচনা এড়াতে চাইছেন বলে অভিযোগে সরব হয়েছেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। আজ স্পিকার ওম বিড়লার পরিবর্তে সাময়িক ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করা জগদম্বিকা বলেন, ‘‘আসলে বিরোধীরা আলোচনা চায় কি না, তা নিয়ে প্রবল সন্দেহ রয়েছে। আজ সরকারের পক্ষ থেকে দফায় দফায় আবেদন করা সত্ত্বেও বিরোধীরা প্রশ্নোত্তর পর্ব, শূন্য প্রহর কিছুই চালাতে দেয়নি। বিরোধীদের উদ্দেশ্য হল অধিবেশন ভন্ডুল করে দেওয়া।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)