Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Rahul Gandhi

যুবসম্প্রদায়কে চাকরি দিতে পারবে না ভারত’, মোদীকে ফের নিশানা রাহুলের

টুইটারে মোদীর বিরুদ্ধে সুর চড়িয়ে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ২০:০৩
Share: Save:

বেকারত্বের হার হু হু করে বাড়তে থাকলেও যুবসম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের বন্দোবস্ত করতে পারবে না দেশ। নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করে এমন মন্তব্য কংগ্রেস নেতা রাহুল গাঁধীর। দেশের কর্মক্ষেত্রে সুযোগ তৈরি করতে কেন্দ্রীয় সরকার যে ব্য়র্থ, তা নিয়ে বরাবরই সরব রাহুল। বেকারত্বের হার বৃদ্ধির পাশাপাশি দেশের একটি বড় অংশই যে নতুন করে কাজ হারাচ্ছে, তা নিয়েও মোদী সরকারের সমালোচনায় মুখর হয়েছেন রাহুল।

বৃহস্পতিবার ফের এক বার মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। রাহুলের দাবি, আর ছ’সাত মাসের অপেক্ষামাত্র। এ দেশে যুবসমাজের জন্য কাজের জোগান করে উঠতে পারবে না কেন্দ্রীয় সরকার।

এ দিন টুইটারে মোদীর বিরুদ্ধে সুর চড়িয়ে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাতে তিনি বলেছেন, “কোভিড-১৯-এ বড়সড় ক্ষতি হবে বলে যখন হুঁশিয়ারি দিয়েছিলাম, সে সময় মিডিয়া আমাকে নিয়ে মজা করেছিল। আজ আমি বলছি, যুবসমাজের জন্য চাকরি সুযোগ করে উঠতে পারবে না ভারত। আমার কথায় বিশ্বাস না হলে আর ছ’সাত মাস অপেক্ষা করুন!”

আরও পড়ুন: ধোনিকে আবেগভরা চিঠি মোদীর, পাল্টা ধন্যবাদ মাহিরও

আরও পড়ুন: এ বারও দেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন ইনদওর, জানাল কেন্দ্রীয় সমীক্ষা

দেশ জুড়ে কর্মসংস্থানের দৈন্যদশা নিয়ে বুধবারও মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন রাহুল। ২০১৪-তে প্রথম বার কেন্দ্রে ক্ষমতায় আসার সময় যে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি শোনা গিয়েছিল মোদীর কণ্ঠে, তা নিয়েই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। ওই প্রতিশ্রুতি পূরণে যে মোদী সরকার ব্যর্থ, তা-ও বলেছেন রাহুল। গত কাল টুইটারে রাহুল লিখেছিলেন, “রাহুলের টুইট, “গত চার মাসে প্রায় ২ কোটি মানুষের কাজ গিয়েছে। ২ কোটি পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে। ফেসবুকে শুধু মিথ্যে খবর আর ঘৃণা ছড়িয়ে এই বেকারত্ব আর অর্থনীতির সর্বনাশের খবর চাপা দেওয়া যাবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi India Narendra Modi Unemployment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE