E-Paper

‘হুমকি’র দূত জেটলি! রাহুলের কথায় বিতর্ক

আজ কংগ্রেসের আইন, মানবাধিকার ও তথ্যের অধিকার দফতরের ‘সাংবিধানিক চ্যালেঞ্জ’ শীর্ষক সম্মেলনে রাহুল দাবি করেন, মোদী জমানায় যাঁরাই সরকারের বিরোধিতা করেছেন, তাঁদের মামলা-মোকদ্দমার মুখে পড়তে হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ০৯:৪৩
রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

কৃষি আইনের বিরোধিতা করার জন্য প্রয়াত অরুণ জেটলি তাঁকে ‘হুমকি’ দিয়েছিলেন। জেটলিকে এই হুমকি দেওয়ার জন্য ‘পাঠানো হয়েছিল’ বলে আজ রাহুল গান্ধী দাবি করলেন।

এই দাবির পরে আজ বিজেপি রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছে। বিজেপি নেতা-মন্ত্রীরা অভিযোগ তুলেছেন, রাহুল গান্ধী ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন কথা বলছেন। একই অভিযোগ তুলেছেন প্রয়াত অরুণ জেটলির পুত্র রোহন জেটলিও। তাঁদের যুক্তি, রাহুল গান্ধী যে সময়ের কথা বলছেন, তার আগেই অরুণ জেটলির দেহাবসান হয়। কংগ্রেসের তরফে পাল্টা যুক্তি দিয়ে বলা হয়, রাহুল ভুল বলেননি।

আজ কংগ্রেসের আইন, মানবাধিকার ও তথ্যের অধিকার দফতরের ‘সাংবিধানিক চ্যালেঞ্জ’ শীর্ষক সম্মেলনে রাহুল দাবি করেন, মোদী জমানায় যাঁরাই সরকারের বিরোধিতা করেছেন, তাঁদের মামলা-মোকদ্দমার মুখে পড়তে হয়েছে। তাঁর নিজের বিরুদ্ধেই ৩০-৩২টি মামলা চলছে। এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘আমি যখন কৃষি আইনের বিরুদ্ধে লড়ছিলাম, সে সময় অরুণ জেটলিকে আমার কাছে পাঠানো হয়েছিল আমাকে হুমকি দিতে। জানাতে, যে যদি আপনি এই রাস্তায় চলেন, সরকারের বিরোধিতা করেন, কৃষি আইনের বিরোধিতা করেন, তা হলে আপনার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।’’ রাহুল অবশ্য প্রথমে এও বলে নেন— যেহেতু জেটলি এখন নেই, তাই এ কথা তাঁর বলা উচিত নয়, তবু তিনি বলছেন। রাহুলের কথায়, ‘‘আমি জেটলির দিকে তাকিয়ে বলেছিলাম, আপনি জানেন না, কার সঙ্গে কথা বলছেন। আমরা কংগ্রেসি, কাপুরুষ নই। আমরা ঝুঁকব না। ব্রিটিশরা আমাদের নত করতে পারেনি, আপনারা কোন ছার!’’

রাহুলের এই দাবির পরেই বিজেপি মাঠে নেমে পড়ে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থেকে বিজেপির সাংগঠনিক সম্পাদক বি এল সন্তোষ, লোকসভার বিরোধী দলনেতা হয়ে মিথ্যাচার করার অভিযোগতুলেছেন রাহুলের বিরুদ্ধে। বিজেপির দাবি, তিন কৃষি আইন অধ্যাদেশ হিসেবে ২০২০-র জুন মাসে জারি হয়। সংসদে আইন পাশ হয় সেপ্টেম্বরে। তার এক বছর আগে ২০১৯-এর অগস্টে জেটলি প্রয়াত হন। কৃষি আইনের বিরোধিতা শুরু হয় সংসদে আইন পাশের পরে। প্রসঙ্গত শিল্প মহলকে সুবিধা করে দিতে তিন কৃষি আইন আনা হয়েছে, এই অভিযোগে গড়ে ওঠা কৃষক আন্দোলনের চাপে নরেন্দ্র মোদী পরে ওই তিন আইন প্রত্যাহার করে নেন।

কংগ্রেসের পাল্টা যুক্তি, রাহুল ভুল বলেননি। ২০১৮-র জানুয়ারি মাসে অরুণ জেটলি দশ জনপথেগিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন। সেই সাক্ষাতের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। লোকসভায় কংগ্রেসের সচেতক মাণিকম টেগোরের যুক্তি, রাহুল এখানে জমি অধিগ্রহণ বিলের কথা বলেছেন। এই বৈঠক হয়েছিল। কংগ্রেসের দাবি, সে সময় রাজ্যসভায় জমি অধিগ্রহণ আইনে সংশোধনীবিল আটকে ছিল। রাহুল তার বিরোধিতা করছিলেন।

কংগ্রেসের মুখপাত্র পবন খেরার দাবি, ওই সময় শিল্পমহলকে সুবিধা করে দিতে জমি অধিগ্রহণ আইন সংশোধনের সঙ্গে কৃষি পণ্য বাজার আইনেও সংশোধন করার বিল নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। অরুণ জেটলি মোদী সরকারের সেই কর্মসূচির পুরোভাগে ছিলেন। তিনি নিজে হুমকি দেননি। তাঁর মাধ্যমে হুমকির বার্তা দেওয়া হয়েছিল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rahul Gandhi arun jetley

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy