Advertisement
০২ ডিসেম্বর ২০২৩
Anti BJP Alliance

রাহুল, খড়্গে পৌঁছলেন পটনায়, নীতীশের বাড়িতে শুরু হতে চলেছে বিরোধী নেতাদের বৈঠক

পটনায় বিজেপি বিরোধী বৈঠকে শুক্রবার ১৫টি বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীরা হাজির থাকবেন বলে নীতীশের দল জেডিইউর মুখপাত্র কেসি ত্যাগী জানিয়েছেন।

Rahul Gandhi, Mallikarjun Kharge, other leaders arrives Patna for opposition meet, 15 parties to attend

পটনায় (বাঁ দিকে) মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল গান্ধী। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
পটনা শেষ আপডেট: ২৩ জুন ২০২৩ ১১:৪১
Share: Save:

নীতীশ কুমারের ডাকা বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে পটনায় পৌঁছলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তাঁদের স্বাগত জানাতে জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে হাজির ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ স্বয়ং।

বিমানবন্দর থেকে প্রদেশ কংগ্রেসের সদর দফতর সদাকত আশ্রমে যান রাহুল এবং খড়্গে। সেখানে বাবাসাহেব অম্বেডকরের একটি মূর্তির আবরণ উন্মোচন কর্মসূচিতে যোগ দিয়েছেন দুই নেতা। বৈঠক করেছেন বিহার প্রদেশ কংগ্রেসের পদাধিকারীদের সঙ্গে। এর পর ১, অ্যানে মার্গে নীতীশের সরকারি বাসভবনে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে তাঁরা রওনা হবেন বলে দলের তরফে জানানো হয়েছে।

পটনায় রাহুল শুক্রবার বলেন, ‘‘চার রাজ্যের (মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান তেলঙ্গানা) আসন্ন বিধানসভা ভোটেও কংগ্রেস জিতবে।’’ পটনায় বিজেপি-বিরোধী বৈঠকে শুক্রবার ১৫টি দলের শীর্ষ নেতা-নেত্রীরা হাজির থাকবেন বলে নীতীশের দল জেডিইউর নেতা কেসি ত্যাগী জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে পটনায় পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা পৌঁছনোর কয়েক ঘণ্টা পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিয়ে পটনা বিমানবন্দরে পৌঁছন আম আদমি পার্টি (আপ)-র প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতিও বৃহস্পতির রাতে পটনায় পৌঁছন।

শুক্রবার সকালে কন্যা সুপ্রিয়া সুলে এবং দলের নেতা প্রফুল পটেলকে নিয়ে পটনায় পৌঁছন এনসিপি প্রধান শরদ পওয়ার। ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, জেএমএম প্রধান তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন নীতীশ কুমারের বাড়িতে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (বালাসাহেব) প্রধান উদ্ধব ঠাকরে এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও পৌঁছে গিয়েছেন নীতীশের বাড়িতে। রয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং তাঁর ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE