বিহারের ভোটার তালিকা থেকে বাংলাদেশি বিতর্ক— যাবতীয় সাম্প্রতিক বিষয় নিয়ে আগামী ২৬-২৮ অগস্ট দিল্লির বিজ্ঞান ভবনে আলোচনাচক্রের আয়োজন করছে আরএসএস। দলের একশো বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে বিরোধী শিবিরের নেতা রাহুল গান্ধীকে ডাকার কথাও ভাবছেন আরএসএস নেতৃত্ব। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডাকা হবে ঠিক হয়েছে। তবে পাকিস্তান, বাংলাদেশ বা তুরস্কের প্রতিনিধিদের না ডাকার সিদ্ধান্ত হয়েছে।
নভেম্বরে বেঙ্গালুরু, কলকাতা এবং মুম্বইয়েও এই ধাঁচের আলোচনাচক্রের আয়োজন করা হবে। সব ক’টিতেই উপস্থিত থাকবেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। আজ আরএসএসের মুখপাত্র সুনীল অম্বেকর বলেন, ‘‘বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। আরএসএস নেতৃত্বের দৃষ্টিভঙ্গি দেশবাসীর সামনে তুলে ধরা হবে।’’ সূত্রের মতে, পহেলগাম জঙ্গি সন্ত্রাস ও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার কথা রয়েছে। বিহারে ভোটার তালিকা পরিমার্জন নিয়েও কথা হতে পারে। নিরাপত্তার প্রশ্নে অনুপ্রবেশ বড় সমস্যা বলে মনে করে গেরুয়া শিবির। বাংলাদেশি সন্দেহে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে যে ধরপাকড় শুরু হয়েছে, তা নিয়ে উত্তাল রাজনীতি। সূত্রের মতে, আলোচনার তালিকায় থাকতে চলেছে এই বিষয়টিও। আলোচনাচক্রে বিরোধী মত ও ধর্মাবলম্বীদের ডাকার পরিকল্পনা রয়েছে আরএসএসের। তাই রাহুলকে যেমন ডাকার কথা ভাবা হয়েছে, অন্য ধর্মের ধর্মগুরুদেরও আমন্ত্রণ জানানো হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)