Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রাহুল এ বার ‘সন্দেশ যাত্রা’য়

কংগ্রেস সূত্রের খবর, ক্ষোভের আঁতুরঘর মন্দসৌর থেকেই কৃষক আন্দোলন শুরু করবেন কংগ্রেস সহ-সভাপতি। কৃষকদের ‘মহাপঞ্চায়েত’ ডেকে সেখান থেকেই ‘সন্দেশ যাত্রা’য় বেরোতে চান তিনি।

রাহুল গাঁধী

রাহুল গাঁধী

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ০৪:৪৫
Share: Save:

কৃষক সংগঠনগুলির আন্দোলন চলছে দেশের বিভিন্ন অংশে। কংগ্রেসের তাতে পুরোদস্তুর সমর্থন থাকলেও এখনও পর্যন্ত কার্যত মাথাহীন এই আন্দোলন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে রাহুল গাঁধী নিজেই এর নেতৃত্ব দেবেন বলে দলের নেতাদের জানিয়েছেন।

কংগ্রেস সূত্রের খবর, ক্ষোভের আঁতুরঘর মন্দসৌর থেকেই কৃষক আন্দোলন শুরু করবেন কংগ্রেস সহ-সভাপতি। কৃষকদের ‘মহাপঞ্চায়েত’ ডেকে সেখান থেকেই ‘সন্দেশ যাত্রা’য় বেরোতে চান তিনি।

তবে তার আগে আপাতত কয়েক দিনের জন্য বিদেশে যাচ্ছেন রাহুল। আজ তিনি এই কথা জানাতেই ফের শুরু হয়ে গিয়েছে বিজেপি-কংগ্রেসের তরজা। প্রশ্ন উঠছে, রাহুল এখনই কেন ‘সন্দেশ যাত্রা’ শুরু করছেন না? কেন বিদেশ সফরের পরে আন্দোলনে নামতে চাইছেন?

দলের যুক্তি, মন্দসৌরে পুলিশের গুলিতে কৃষক মৃত্যুর পরেই রাহুল সেখানে যেতে চেয়েছিলেন। এখনও যা পরিস্থিতি, তাতে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান নিজেই পরিস্থিতি সামলে উঠতে পারছেন না। বিরোধী দলের নেতাদের ঢুকতে বাধা দিচ্ছেন। এক বার পরিস্থিতি শান্ত হলে মন্দসৌর থেকেই অভিযান শুরু হবে। তত দিনে রাহুল ফিরে আসবেন।

আরও পড়ুন:ঋণ মকুবে মোদীর আমরা-ওরা

বিজেপি কিন্তু প্রশ্ন তুলছে তিন মাসের ব্যবধানে তাঁর বিদেশে যাওয়া নিয়েই। রাহুল আজ টুইট করে জানান, দিদা ও পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাতে কয়েক দিন তিনি বিদেশে থাকবেন। যদিও কোথায় ক’দিন কাটাবেন তা জানাননি রাহুল। চিকিৎসা করাতে যাওয়া সনিয়া গাঁধীকে গত মার্চে আমেরিকা থেকে নিয়ে এসেছেন তিনি। এ বারে যাচ্ছেন সনিয়ার মা পাওলা মাইনোকে দেখতে। তিনি থাকেন ইতালিতে। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় যা নিয়ে কটাক্ষ করে বলেছেন, ‘‘আমরাও ছোটবেলায় গরমের ছুটিতে দিদার বাড়ি যেতাম।’’ রাহুলের পক্ষে সওয়াল করে দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা উল্টে বিঁধেছেন নরেন্দ্র মোদীকেই। তাঁর কথায়, ‘‘রাহুল তাঁর ৯৩ বছরের দিদাকে দেখতে যাচ্ছেন। ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিতে পরিবারের বয়স্কদের দেখভালের রেওয়াজ আছে। অনেকে তো নিজের মায়ের সঙ্গে দেখা করতে গেলেও ক্যামেরা নিয়ে যান।’’

বিজেপি মুখপাত্র জিভিএল নরসিংহ রাও এ দিন বলেছেন, ‘‘রাহুল গাঁধী ভারতে আসেন বিদেশে ছুটি কাটানোর ফাঁকে।’’ কংগ্রেসের তরফে রণদীপের পাল্টা দাবি, ‘‘পৃথিবীর যে প্রান্তেই থাকুন, রাহুল কৃষক আন্দোলনের উপরে নিরন্তর নজর রাখবেন। দলের বাকি নেতারা ইতিমধ্যেই আসরে ঝাঁপিয়ে পড়েছেন। ফিরে এসেই রাহুল এই আন্দোলনের নেতৃত্ব দেবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE