কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় এত দিনে রাস্তায় নামলেন কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের বাসভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তাতে নেতৃত্ব দেন দলের সাংসদ রাহুল গাঁধী এবং সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। অবিলম্বে বিতর্কিত ৩টি আইন প্রত্যাহার করে নিতে হবে বলে দাবি জানান তাঁরা।
কৃষি আইনকে ‘কৃষক বিরোধী’ আইন আখ্যা দিয়ে টুইটারে লাগাতার মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন রাহুল। বিক্ষোভ মিছিল থেকে এ দিন তিনি বলেন, ‘‘বিজেপি সরকারকে এই আইন প্রত্যাহার করতেই হবে। তা না হওয়া পর্যন্ত পিছু হটবে না কংগ্রেস। এই আইনে কৃষকদের কোনও উপকার হবে না। বরং তাঁদের শেষ করে দিতেই এই আইন আনা হয়েছে।’’
এ দিন সারা দিন কৃষক অধিকার দিবস পালনেরও সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। বিভিন্ন রাজ্যে রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে।