জনগণনার প্রস্তুতি শুরু করে দিলেও মোদী সরকার এখনও জাতগণনার জন্য প্রশ্নমালা কী হবে, তা ঠিক করেনি। এ নিয়ে সংসদে প্রশ্ন করে ঠিক মতো উত্তর না পাওয়ায় আজ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মোদী সরকারকে আক্রমণ করলেন। তাঁর অভিযোগ, মোদী সরকার দলিত, অনগ্রসর বা বহুজনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
দেশের জনসংখ্যায় ওবিসি-দের কার ভাগ কত, এবং তাঁদের আর্থসামাজিক পরিস্থিতি কী, তা জানার জন্য রাহুল গান্ধীই প্রথম জাতগণনার দাবি তুলেছিলেন। সেই চাপের মুখে মোদী সরকার জনগণনার সঙ্গে জাতগণনার সিদ্ধান্তও ঘোষণা করেছে। জনগণনার প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে। কিন্তু জাতগণনায় ওবিসি-দের সংখ্যা নির্ণয়ের জন্য কী কী প্রশ্ন করা হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। লোকসভায় রাহুল গান্ধীর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, জনগণনার প্রাথমিক প্রশ্ন তৈরি করে প্রাক-পরীক্ষার মাধ্যমে তা চূড়ান্ত করা হবে। যে সব রাজ্যে ইতিমধ্যে জাতগণনা হয়েছে, তাদের সঙ্গে কেন্দ্র আলোচনা করছে কি না, রাহুলের সেই প্রশ্নের উত্তর দেয়নি কেন্দ্র। রাহুলের অভিযোগ, জাতগণনা নিয়ে সরকারের কোনও রূপরেখা নেই। কোনও সময়সীমাবদ্ধ পরিকল্পনা নেই। সরকার এ নিয়ে সংসদে বা জনতার সঙ্গে চর্চা করতে রাজি নয়। অন্য রাজ্যে সাফল্যের সঙ্গে রূপায়িত জাতগণনার রণনীতি থেকে শেখারও ইচ্ছে নেই তাদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)