ব্রিটেন, আমেরিকার পরে এ বার কলম্বিয়া। আবার বিদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে বিঁধলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ করলেন, বর্তমানে ভারতের সবচেয়ে বড় বিপদ হল ‘গণতন্ত্রের উপর আঘাত’।
কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সভায় বৃহস্পতিবার রাহুল বলেন, ‘‘ভারতে অনেক ধর্ম, সংস্কৃতি এবং ভাষা রয়েছে। একটি আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থা সকলকেই পরিসর দেয়। কিন্তু এই মুহূর্তে, গণতান্ত্রিক সেই ব্যবস্থা সব দিক থেকে আক্রমণের মুখে পড়েছে।’’ রাহুলের ওই মন্তব্যের পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। মোদীর দলের তরফে রাহুলকে ‘প্রচারসর্বস্ব নেতা’ বলে চিহ্নিত করে বলা হয়েছে, ‘‘আবার উনি বিদেশের মাটি থেকে ভারতের গণতন্ত্রকে নিশানা করলেন।’’
১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারত কখনওই ‘অগণতান্ত্রিক’ চিনের মতো একমাত্রিক দেশ নয় বলে দাবি করে ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় বৈচিত্রের প্রসঙ্গ তুলে ধরেছেন রাহুল। এর পরেই কলম্বিয়ার পড়ুয়াদের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘চিন যা করে তা আমরা করতে পারি না। মানুষকে দমন করা এবং একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা কায়েম করার বন্দোবস্ত আমাদের কাঠামো মেনে নেবে না।’’ ইআইএ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ওই সভায় বিরোধী দলনেতা কর্মসংস্থান নিয়েও খোঁচা দিয়েছেন মোদী সরকারকে। তিনি বলেন, ‘‘ভারতে অর্থনৈতিক বৃদ্ধি সত্ত্বেও, আমরা চাকরির সুযোগ তৈরি করতে পারছি না। কারণ আমরা একটি পরিষেবা-ভিত্তিক অর্থনীতি এবং উৎপাদন করতে পারছি না।’’
কংগ্রেস সাংসদ রাহুল ২০২৩ সালে ব্রিটেনে গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, মোদীর জমানায় ভারতে গণতন্ত্রের সঙ্কট সৃষ্টি হয়েছে। এর পরে মোদী স্বয়ং রাহুলের বিরুদ্ধে বিদেশের মাটি থেকে দেশকে অপমান করার অভিযোগ তুলেছিলেন। জবাবে রাহুল প্রশ্ন তুলেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে মোদী কেন বিদেশ সফরে গিয়ে দাবি করেছিলেন ভারতে ৭০ বছরে কোনও কাজ হয়নি। এর পরে আমেরিকায় গিয়েও বিজেপি শাসনে গণতন্ত্রের উপর আঘাতের কথা বলেছিলেন তিনি। এ বারের দক্ষিণ আমেরিকা সফরে কলম্বিয়া, ব্রাজিল-সহ একাধিক দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাহুল। কংগ্রেস নেতৃত্বের দাবি, বিরোধী দলনেতা হিসেবে রাহুল যেহেতু দেশের জনমতের গুরুত্বপূর্ণ একটি অংশের প্রতিনিধিত্ব করেন, তাই তাঁর এই সফর বিশ্বমঞ্চে ভারতের উপস্থিতি তুলে ধরতে বিরোধীদের গুরুত্বপূর্ণ ভূমিকার পরিচায়ক হবে।