দেশে বেকারত্বের হার ক্রমাগত বেড়ে চলা নিয়ে নরেন্দ্র মোদীকে টুইটারে আক্রমণ করলেন রাহুল গাঁধী। নিজের পোস্টে পাশাপাশি দু’টি স্তম্ভের আকারের লেখচিত্রে রাহুল দেখিয়েছেন, ২০১৯ সালের সেপ্টেম্বরে বেকারত্বের হার ছিল ৭.১৬ শতাংশ। অক্টোবরে তা ৮.৫ শতাংশ।
তিনি লিখেছেন, ‘‘প্রত্যেক মাসে রুদ্ধশ্বাস গতিতে উচ্চতা বেড়ে চলেছে মোদী মিনারের। তা হয়ে উঠেছে অক্ষমতার স্মারক।’’ সঙ্গে রাহুলের হ্যাশট্যাগ, ‘মোদী মান্ডি অওর মুসিবত’। অর্থাৎ, মোদী, বাজার এবং সমস্যা।
সাম্প্রতিক এক সমীক্ষা বলছে ২০১১-’১২ থেকে ২০১৭-’১৮ এই ছ’বছরে ভারতে চাকরির সংখ্যা কমেছে অন্তত ৯০ লক্ষ।
With each passing month the Modi Minar races upwards at a breathtaking pace; a monument dedicated to incompetence.
— Rahul Gandhi (@RahulGandhi) November 6, 2019
#ModiMandiAurMusibat pic.twitter.com/87oD7zcecD