Advertisement
E-Paper

নয়া কৌশল রাহুলের

দলের কিছু নেতা অবশ্য মনে করেন, আসলে রাহুল গাঁধী তাঁর নতুন টিম গঠনের জন্য বিভিন্ন রাজ্য থেকে নতুনদের বেছে নিচ্ছেন। দলের এই নতুন কাঠামোয় ‘বৃদ্ধতন্ত্রে’র মধ্যে যাতে অসন্তোষ না ছড়ায়, তাই যোগাযোগ কৌশলের টিমে প্রবীণ নেতাদের সামিল করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৭ ১৩:০০
রাহুল গাঁধী। ফাইল চিত্র।

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

নরেন্দ্র মোদীর প্রচার কৌশলকে মোকাবিলা করতে একটি ওজনদার যোগাযোগ দফতর তৈরি করলেন রাহুল গাঁধী।

ক’দিন আগেই কংগ্রেসের মিডিয়া দফতরে একঝাঁক নতুন মুখ আনা হয়েছে। আর আজ সেই দফতরকে সাহায্য করার জন্য একটি যোগাযোগ কৌশল দফতরও গঠন করা হল। যে কমিটিতে রয়েছেন পি চিদম্বরম, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, মল্লিকার্জুন খড়্গে, জয়রাম রমেশ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সুস্মিতা দেবের মতো ওজনদার নেতারা। এমনকী, প্রয়াত রাজীব গাঁধীর ঘনিষ্ঠ মণিশঙ্কর আইয়ারকেও সামিল করা হয়েছে এই টিমে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের কৌশল তৈরির জন্য নতুন টিম রোজ বৈঠক করে ঠিক করবে, বিভিন্ন বিষয়ে দলের অবস্থান কী হবে।

দলের কিছু নেতা অবশ্য মনে করেন, আসলে রাহুল গাঁধী তাঁর নতুন টিম গঠনের জন্য বিভিন্ন রাজ্য থেকে নতুনদের বেছে নিচ্ছেন। দলের এই নতুন কাঠামোয় ‘বৃদ্ধতন্ত্রে’র মধ্যে যাতে অসন্তোষ না ছড়ায়, তাই যোগাযোগ কৌশলের টিমে প্রবীণ নেতাদের সামিল করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রচারকে টক্কর দিতে দক্ষিণের অভিনেত্রী রম্যাকে বিভাগের দায়িত্বে আনার কথা ভাবছেন রাহুল। রম্যা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। প্রায় দু’ডজন বিভাগে নতুন লোক নেওয়ার জন্য কংগ্রেস রীতিমতো বিজ্ঞাপন দিয়েছে, মূলত সোশ্যাল মিডিয়াকেই আরও জোরদার করতে।

Rahul Gandhi Indian National Congress Narendra Modi BJP রাহুল গাঁধী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy