Advertisement
০১ মে ২০২৪

‘মোদী বলেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে, কাজে দেখা যায় তিনি দুর্নীতির পক্ষে’

বিজেপির জাতীয়তাবাদী স্লোগান ও কর্মসূচির মোকাবিলায় এ রাজ্যে গোড়া থেকেই কংগ্রেস লড়ছে মাটি কামড়ে। যে কারণে কংগ্রেসের ইস্তাহার পুরোপুরি রাজ্যের বিষয় নিয়ে।

প্রচার: বিধানসভা ভোটের আগে কর্নাটকের হোন্নাভরে রাহুল গাঁধী। ফাইল চিত্র।

প্রচার: বিধানসভা ভোটের আগে কর্নাটকের হোন্নাভরে রাহুল গাঁধী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৮ ০৩:০৬
Share: Save:

প্রধানমন্ত্রী দেশবাসীকে শোনান তাঁর ‘মন কি বাত’। তাঁরা তুলে ধরেছেন কর্নাটকবাসীর মনের কথা। কর্নাটক ভোটের ইস্তাহার প্রকাশ করে টুইটারে এই দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ওই টুইটেই তাঁর প্রতিশ্রুতি, দল ক্ষমতায় ফিরলে ৫ বছরে ১ কোটি নতুন কর্মসংস্থান দেবে। ইস্তাহার প্রকাশ করে রাহুল বলেন, ‘‘আগের ভোটে দেওয়া প্রতিশ্রুতিগুলির ৯৫% পূরণ করা হয়েছে। নতুন কর্নাটক গড়তে এ বারে লক্ষ্য ১০০% প্রতিশ্রুতি পূরণ।’’

বিজেপির জাতীয়তাবাদী স্লোগান ও কর্মসূচির মোকাবিলায় এ রাজ্যে গোড়া থেকেই কংগ্রেস লড়ছে মাটি কামড়ে। যে কারণে কংগ্রেসের ইস্তাহার পুরোপুরি রাজ্যের বিষয় নিয়ে। রাহুলের কথায়, ‘‘বিজেপির ইস্তাহার ঠিক করেন ৩-৪ জন। যা আসলে আরএসএসের ইস্তাহার। আমি এসেছি কর্নাটবাসীর কথা শুনতে। প্রতিটি জেলার কথা শুনে তাকে মান্যতা না দিলে কর্নাটকের কোনও ভবিষ্যৎ নেই। কংগ্রেসের ইস্তাহার রাজ্যবাসীরই কণ্ঠস্বর।’’

জাতীয় স্তরের দল হয়েও কর্নাটকের ভোটে প্রথম থেকেই স্থানীয় সমীকরণের উপরে জোর দিচ্ছে কংগ্রেস। রাজ্যে ১৭ শতাংশ ভোটার লিঙ্গায়ত। তাঁদের পৃথক ধর্মীয় সংখ্যালঘুর তকমা দেওয়ার সুপারিশ করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া চাপে ফেলেছেন বিজেপিকে। লন্ডনে গিয়েও নরেন্দ্র মোদীকে দ্বাদশ শতকের লিঙ্গায়ত দার্শনিক তথা সংস্কারক বাসবেশ্বরের মূর্তিতে মালা দেওয়ার ছবি টুইট করতে হয়েছে। বেঙ্গালুরুতে বিক্ষোভের মধ্যেও তাঁর মূর্তিতে মালা পরাতে হয়েছে বিজেপি সভাপতি অমিত শাহকে। রাহুল আজ ‘যা বলো, সেটাই করো’— বাসবেশ্বরের এই উপদেশ স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘‘কথার দাম না থাকলে সে কথা অর্থহীন। বাসবেশ্বরের মূর্তির সামনে মোদীজি হাত জোড় করেন, মালা পরান। কিন্তু ভোটে ৮টি টিকিট দেন রেড্ডি ভাইদের! মোদী বলেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে। কাজে দেখা যায় তিনি ইয়েদুরাপ্পার পাশে, যিনি জেল খেটেছেন (দুর্নীতির দায়ে)।’’

ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেই লড়ছে বিজেপি। তবে খনি মাফিয়া রেড্ডিদের নিয়ে অস্বস্তি ও বিতর্ক রয়েছে দলেও। আজই বেল্লারিতে সভা করার কথা ছিল অমিত শাহের। রেড্ডি ভাইদের সঙ্গে এক মঞ্চে থাকার বিড়ম্বনা এড়াতে অমিত সভাটি বাতিল করেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি অভিযোগ করেছেন, কংগ্রেসের নেতাদের ফোনে আড়ি পাতা হচ্ছে। তাঁর অভিযোগের আঙুল অমিতের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Congress president
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE