Advertisement
E-Paper

কাল থেকে বাড়ছে এসি, প্রথম শ্রেণির রেল ভাড়া

পরিষেবা কর বৃদ্ধির হাত ধরে ১ জুন থেকেই ০.৫% হারে বাড়তে চলেছে রেল ভাড়া। তবে তা প্রযোজ্য হবে শুধুমাত্র এসি এবং প্রথম শ্রেণির টিকিটের উপর। শনিবার এ কথা জানিয়েছেন রেল মন্ত্রকের এক কর্তা। এ ছাড়া রেলে সব ধরনের পণ্য পরিবহণের উপরও বর্ধিত হারে পরিষেবা কর বসবে। ১ জুন বা তার পর টিকিট কাটলে নতুন ভাড়া কার্যকর হবে। এত দিন এসি এবং প্রথম শ্রেণির ক্ষেত্রে ৩.৭০% হারে পরিষেবা কর বসত। এখন তা বেড়ে হবে ৪.২%।

শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০২:৪৯

পরিষেবা কর বৃদ্ধির হাত ধরে ১ জুন থেকেই ০.৫% হারে বাড়তে চলেছে রেল ভাড়া। তবে তা প্রযোজ্য হবে শুধুমাত্র এসি এবং প্রথম শ্রেণির টিকিটের উপর। শনিবার এ কথা জানিয়েছেন রেল মন্ত্রকের এক কর্তা। এ ছাড়া রেলে সব ধরনের পণ্য পরিবহণের উপরও বর্ধিত হারে পরিষেবা কর বসবে। ১ জুন বা তার পর টিকিট কাটলে নতুন ভাড়া কার্যকর হবে। এত দিন এসি এবং প্রথম শ্রেণির ক্ষেত্রে ৩.৭০% হারে পরিষেবা কর বসত। এখন তা বেড়ে হবে ৪.২%। তবে এ জন্য ভাড়া খুব একটা বেশি বাড়বে না বলেই দাবি ওই কর্তার। তিনি জানান, এখন এসি-তে যে-ভাড়া ১,০০০ টাকা, তা মাত্র ১০ টাকা বাড়বে। ২০১২-র ১ অক্টোবরে রেলের যাত্রী ভাড়ায় প্রথম পরিষেবা কর বসিয়েছিল কেন্দ্র। এ বার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট প্রস্তাব মতোই নয়া হারে শুল্ক বসছে। শুধু রেল ভাড়াই নয়, একই কারণে ১ জুন থেকেই বাড়ছে সিনেমার টিকিট থেকে লন্ড্রি, বিউটি পার্লার থেকে বিমা, ক্রেডিট কার্ডের বিল মেটানো থেকে কেব্‌ল বা ডিটিএইচ পরিষেবার খরচও। এরই সঙ্গে বাড়ছে রেস্তোরাঁ এবং মোবাইল বিলও।

Railway AC class service tax Train Mobile Ticket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy