Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National

নোংরা বিতর্ক: নতুন ধরনের কম্বল আনছে রেল

সম্প্রতি সংসদে একটি রিপোর্ট পেশ করেছিল ক্যাগ। তাতে ট্রেন ও স্টেশনগুলিতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশের অভাব নিয়ে রেল মন্ত্রকের সমালোচনা করা হয়। রেলের গাইড লাইন অনুযায়ী, দু’-এক মাস অন্তর কম্বল ধোওয়ার কথা। কিন্তু, অনেক ক্ষেত্রেই তা হয় না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছিল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ১৯:৪৭
Share: Save:

অভিযোগ উঠছিল এসি কামরায় নোংরা কম্বল দেওয়ার। বিতর্ক থেকে বাঁচতে কিছু ট্রেনে নাকি কম্বল বন্ধ করে দেওয়ার ভাবনা চিন্তা শুরু করেছিল রেল। এ নিয়ে শুরু হয় সমালোচনা। অবশেষে রেলের তরফে জানানো হল, কম্বল দেওয়া বন্ধ করা নয়, বরং যাত্রীদের নতুন ধাঁচের কম্বল দেওয়ার ভাবনা-চিন্তা করা হচ্ছে।

সম্প্রতি রেল মন্ত্রকের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, বাতানুকূল কামরায় সওয়ার যাত্রীদের জন্য নতুন ধাঁচের কম্বল দেওয়া হবে। নয়া কম্বল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলডি (এনআইএফটি)-কে। নয়া কম্বলগুলি অপেক্ষাকৃত হালকা হওয়ায় দু’-এক মাস অন্তর তা পরিষ্কার করা সম্ভব হবে বলেও জানিয়েছেন ওই কর্তা। যদিও পরীক্ষামূলকভাবে মধ্য রেলে এই নয়া কম্বল প্রথমে ব্যবহার করা হবে। পরে আস্তে আস্তে সব রেলেই তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: জাহাজে ঢুকছিল ৩,৫০০ কোটি টাকার হেরোইন, ধরা পড়ল গুজরাতে

সম্প্রতি সংসদে একটি রিপোর্ট পেশ করেছিল ক্যাগ। তাতে ট্রেন ও স্টেশনগুলিতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশের অভাব নিয়ে রেল মন্ত্রকের সমালোচনা করা হয়। রেলের গাইড লাইন অনুযায়ী, দু’-এক মাস অন্তর কম্বল ধোওয়ার কথা। কিন্তু, অনেক ক্ষেত্রেই তা হয় না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rail Indian Railways Blankets CAG Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE