প্রেমিকার সঙ্গে মিলে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল রাজস্থানের বিজেপি নেতার বিরুদ্ধে। কেউ যাতে সন্দেহ করতে না পারেন, ঘটনাটিকে ঘুরিয়ে দিতে ডাকাতির গল্প ফাঁদেন। তবে শেষরক্ষা হয়নি। বিজেপি নেতা এবং তাঁর প্রেমিকাকে গ্রেফতার করে পুলিশ।
ধৃত বিজেপি নেতার নাম রোহিত সৈনি। তাঁর স্ত্রী সঞ্জুকে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রোহিতের প্রেমিকা ঋতুও জড়িত ছিলেন বলে অভিযোগ। তার প্ররোচনাতেই সঞ্জুকে খুন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, বিজেপি নেতার স্ত্রী খুন হন ১০ অগস্ট। ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বিষয়টি জানাজানি হতেই বিজেপি নেতা পড়শিদের কাছে দাবি করেন, বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের বাধা দিতে গিয়ে তাদের হাতে খুন হন সঞ্জু।
কিন্তু সঞ্জুর আত্মীয় এবং পড়শিদের সন্দেহ হয়। তদন্তে নেমে বিজেপি নেতা এবং আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় বিজেপি নেতার কথায় অসঙ্গতি লক্ষ করেন তদন্তকারীরা। তখন তাঁরা লাগাতার জেরা শুরু করেন বিজেপি নেতাকে। জেরার মুখে বিজেপি নেতা শেষমেশ খুনের কথা স্বীকার করেন বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, রোহিত দাবি করেছেন, ঋতুর সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘ দিনের। কিন্তু সেই সম্পর্কের কথা জানতে পেরেছিলেন তাঁর স্ত্রী। ফলে নিত্য দিন অশান্তি হচ্ছিল। অবশেষে স্ত্রীকে রাস্তা থেকে সরানোর পরামর্শ দেন প্রেমিকা ঋতুই। তাঁরই প্ররোচনায় সঞ্জুকে খুন করেছেন বলে দাবি রোহিতের। তবে নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।