Advertisement
E-Paper

প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলেছিল, দুই খুদে পড়ুয়াকে লোহার রড গরম করে ছ্যাঁকা রাজস্থানের আবাসিক স্কুলে

প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলেছিল রাজস্থানের এক আবাসিক স্কুলের দুই পড়ুয়া। তাদের শৃঙ্খলার পাঠ শেখাতে লোহার রড গরম করে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল ওয়ার্ডেনের বিরুদ্ধে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৭:০৬
Rajasthan school teacher allegedly punished two children for urinating in bed while sleeping

—প্রতীকী চিত্র।

প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলেছিল রাজস্থানের এক আবাসিক স্কুলের দুই পড়ুয়া। তাদের শৃঙ্খলার পাঠ শেখাতে লোহার রড গরম করে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল ওয়ার্ডেনের বিরুদ্ধে। ঘটনাটি গত ১৭ অগস্টের। বৃহস্পতিবার এই মর্মে একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বারমেঢ় জেলার হরপালিয়া গ্রামে ওই আবাসিক স্কুলটি রয়েছে। ২০২২ সাল থেকে এই আবাসিক স্কুল চালু হয়েছে। মূলত পথশিশু, অনাথ, গরিব, দুঃস্থ, ছেলেমেয়েদের পড়ানো হয় ওই স্কুলে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার জেরে এক শিশু ভয় পেয়ে স্কুল ছেড়ে পালিয়ে যায়। বাড়িতে গিয়ে গোটা ঘটনাটি জানায়। তার পরই গ্রামবাসীরা ওই স্কুলে জমায়েত হয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। অভিযুক্ত ওয়ার্ডেনকে গ্রেফতারের দাবি জোরালো হতে শুরু করে।

ডেপুটি পুলিশ সুপার জীবনলাল ক্ষত্রি জানিয়েছেন, স্কুলের ওয়ার্ডেন নারায়ণ গিরিকে গ্রেফতার করা হয়েছে। একটি ভিডিয়ো তাঁদের হাতে এসেছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োও দেখা গিয়েছে পড়ুয়ারা অভিযোগ তুলেছে যে, তাদের লোহার রডের ছ্যাঁকা দেওয়া হয়েছে। ব্লক শিক্ষা আধিকারিক প্রকাশচাঁদ বিষ্ণোই জানিয়েছেন, বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তাঁর কথায়, ‘‘অভিযোগ ওঠার পরেই ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলাম। পড়ুয়া, তাদের অভিভাবক এবং স্কুলের কর্মীদের সঙ্গে কথা বলেছি। খুব শীঘ্রই রিপোর্ট জমা দেওয়া হবে।’’ এই ঘটনার পর অভিভাবক এবং স্থানীয়েরা স্কুলটি বন্ধের দাবি তুলেছেন। পড়ুয়াদের দাবি, এই প্রথম নয়, এর আগেও তাদের নানা ভাবে শারীরিক নির্যাতনও করা হয়েছে।

Child Abuse
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy