মণিপুরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে এসে আক্রান্ত রাজস্থানের একটি স্কুল দলের খেলোয়াড়েরা। অভিযোগ সেখানকার একদল সশস্ত্র দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে মণিপুর পুলিশ।
সূত্রের খবর, সে রাজ্যের খুমান লম্পক স্টেডিয়ামে ৬৯তম জাতীয় স্কুল গেমসের আয়োজন করে প্রশাসন। সেখানেই উসু প্রতিযোগিতায় অংশ নিয়েছিল রাজস্থানের ওই দল। প্রতিযোগিতা শেষে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে দলের বাসে করে মণিপুর আসছিলেন তাঁরা। সেখানেই তাঁদের বাস আটকায় ওই দুষ্কৃতীরা, তাঁদের কাছে জোরজুলুম করে টাকাপয়সা নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
প্রাথমিক ভাবে দলের তরফে কোনও অভিযোগ জানানো হয়নি। ঘটনার কথা প্রকাশ্যে আসে ওই দলেরই এক খেলোয়াড়ের বাবা ঘটনাটির বিষয়ে সমাজমাধ্যমে জানানোর পর।
বিষয়টি নজরে আসার পর নড়েচড়ে বসে মণিপুর প্রশাসন। যাঁরা এই কাজ করেছেন তাঁদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।