Advertisement
১৮ মে ২০২৪

সিদ্ধান্তের আগে স্মৃতিতে ডুবে রজনী

এ তো গেল প্রথম দিকের কথা! পরে আর যে সব পরিচালক তাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁদেরও প্রশংসা করলেন রজনী। ধন্যবাদ জানালেন ভক্তদেরও। সাফ জানালেন, তাঁদের কথা ভেবেই ছবি করেন তিনি।

রজনীকান্ত। —ফাইল ছবি।

রজনীকান্ত। —ফাইল ছবি।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৭ ০৩:৫৩
Share: Save:

আর এক রাতের অপেক্ষা! তার পরেই স্পষ্ট হয়ে যাবে তিনি রাজনীতিতে পা রাখবেন কি না।

সুপারস্টার রজনীকান্ত আদৌ রাজনীতিতে পা রেখে ভক্তকুলকে চমক দেবেন কি না, তা নিয়ে বহু দিন ধরেই জল্পনা চলছে। তাঁর ভক্তদের সেই কৌতূহল মিটবে কাল। গত মঙ্গলবার খোদ রজনীই ঘোষণা করেছেন, রাজনীতিতে আসার কথা তিনি জানাবেন ৩১ ডিসেম্বর।

তার এক দিন আগে রজনী আজ স্মৃতির সরণি বেয়ে ফিরে গেলেন অভিনয় জগতে আসার প্রথম দিকের সময়টাতে। ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনয় জীবনের অভিজ্ঞতা, মানুষের ভালবাসা এবং সাফল্যের কথা। সেই সঙ্গে এই উত্থানে, ভক্তদের কাছে তাঁকে পৌঁছে দিতে যাঁরা প্রতি পদে সাহায্য করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। সব মিলিয়ে বছরের শেষটা রজনী ও তাঁর ভক্তদের কাছে একটা আবেগঘন মুহূর্ত তৈরি করল। ভক্তদের সঙ্গে সাক্ষাতের পঞ্চম দিনে রজনী আজ বলেন, ‘‘যখন কে বালচন্দ্রের সঙ্গে প্রথম দেখা হয়, তখন আমি ওঁকে বলেছিলাম, আমি তামিলটা ঠিক জানি না। তাই উনি আমাকে কন্নড় ভাষাতেই অভিনয় করতে বলেন। কিন্তু আমার অভিনয় দেখে হঠাৎ উনি কেমন যেন ভাবনায় তলিয়ে যান। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। কিন্তু উনি আমাকে বলেন, তাঁর পরবর্তী তিনটি ছবিতে আমাকে সুযোগ দেবেন এবং আমাকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন!’’

এ তো গেল প্রথম দিকের কথা! পরে আর যে সব পরিচালক তাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁদেরও প্রশংসা করলেন রজনী। ধন্যবাদ জানালেন ভক্তদেরও। সাফ জানালেন, তাঁদের কথা ভেবেই ছবি করেন তিনি। আর তাঁর ছবিতে প্রযোজকেরা টাকা ঢালেন শুধুমাত্র ভক্তদের জন্যই। কাল সিদ্ধান্ত যা-ই হোক না কেন, এ ভাবেই আরও এক বার ভক্তদের মন জয় করে নিলেন রজনী!

এরই মধ্যে সামান্য ছন্দপতন মাদ্রাজ হাইকোর্টের এক নোটিসে! সমস্যা চেন্নাইয়ে এক দোকানের ভাড়া নিয়ে। পর্যটন সংস্থার জন্য লিজে নেওয়া ওই দোকানের ভাড়া বাড়িয়েছে পুরসভা। কিন্তু রজনীকান্ত-পত্নী লতার দাবি, বাড়তি ভাড়া দিতে পারবেন না। এই মামলার সূত্রে হাইকোর্ট নোটিস পাঠিয়ে জানিয়েছে পুরসভা নির্ধারিত ভাড়া মেনে নিতে হবে। নয়তো আদালত এক মাস পরে ওই দোকানটিকে নিলাম করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE