Advertisement
০৩ মে ২০২৪

নয়া অর্থসচিব রাজীব কুমার

সাধারণত অর্থ মন্ত্রকের পাঁচটি দফতরের সচিবদের মধ্যে প্রবীণতম অফিসারকে অর্থসচিবের পদে বসানো হয়।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৯ ০২:২৯
Share: Save:

নতুন অর্থসচিব হিসেবে রাজীব কুমারকে নিযুক্ত করল নরেন্দ্র মোদী সরকার। রাজীব ২০১৭-র সেপ্টেম্বর থেকে অর্থ মন্ত্রকের ব্যাঙ্ক পরিষেবা দফতরের দায়িত্বে। তিনিই প্রধানমন্ত্রীর ‘জন ধন যোজনা’, ছোট-মাঝারি শিল্পের জন্য ৫৯ মিনিটে ঋণ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অনাদায়ী ঋণের সমস্যা সমাধানের কাজকর্ম দেখাশোনা করছিলেন।

সাধারণত অর্থ মন্ত্রকের পাঁচটি দফতরের সচিবদের মধ্যে প্রবীণতম অফিসারকে অর্থসচিবের পদে বসানো হয়। রাজীব ও রাজস্ব সচিব অজয়ভূষণ পাণ্ডে দু’জনেই একই ব্যাচের। দু’জনের মধ্যে রাজীবকেই বেছে নিল কেন্দ্র। বাজেটে ডলারে ঋণ দেওয়া নিয়ে বিতর্কের পরে অর্থসচিবের পদ থেকে সুভাষচন্দ্র গর্গকে সরিয়ে দেওয়া হয়। গর্গ আর্থিক বিষয়ক দফতরের দায়িত্বে ছিলেন। অতনু চক্রবর্তীকে বিলগ্নিকরণ দফতর থেকে বদলি করে আর্থিক বিষয়ক দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajiv Kumar Finance Secretary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE