Advertisement
০৭ মে ২০২৪
National

গিলানির দরজা থেকে সাংসদরা ফিরে আসায় তীব্র নিন্দার মুখে হুরিয়ত

কাশ্মীর সফররত সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে হুরিয়ত কনফারেন্স নেতৃত্ব দেখা না করায়, তীব্র উষ্মা প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ। বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা যে আচরণ করেছেন, তাতে কাশ্মীরের অপমান হয়েছে বলে রাজনাথ দাবি করেছেন। জম্মু-কাশ্মীরের অর্থ মন্ত্রীও হুরিয়ত কনফারেন্সকে তীব্র আক্রমণ করেছেন।

শ্রীনগরে সোমবার সাংবাদিক বৈঠকে রাজনাথ সিংহ। সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্বে তিনিই রয়েছেন। ছবি: এপি।

শ্রীনগরে সোমবার সাংবাদিক বৈঠকে রাজনাথ সিংহ। সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্বে তিনিই রয়েছেন। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৩
Share: Save:

কাশ্মীর সফররত সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে হুরিয়ত কনফারেন্স নেতৃত্ব দেখা না করায়, তীব্র উষ্মা প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ। বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা যে আচরণ করেছেন, তাতে কাশ্মীরের অপমান হয়েছে বলে রাজনাথ দাবি করেছেন। জম্মু-কাশ্মীরের অর্থ মন্ত্রীও হুরিয়ত কনফারেন্সকে তীব্র আক্রমণ করেছেন।

২৬ সদস্যের সর্বদলীয় প্রতিনিধি দল শ্রীনগরে পৌঁছনোর পর থেকে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছে। হুরিয়ত কনফারেন্সকেও বৈঠকে ডাকা হয়। কিন্তু রবিবার হুরিয়ত কনফারেন্সের নেতা অশীতিপর সৈয়দ আলি শাহ গিলানি সেই প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। সিপিএম সাধারণ সম্পাদক তথা সাংসদ সীতারাম ইয়েচুরি ব্যক্তিগত স্তরে চেষ্টা চালান গিলানির সঙ্গে দেখা করার জন্য। ইয়েচুরি, ডি রাজা প্রমুখ শ্রীনগরের হায়দরপুরায় গিলানির বাড়ির দরজা পর্যন্তও পৌঁছে যান। কিন্তু গিলানি দরজা খোলেননি। ইয়েচুরিদের তিনি বাড়িতে ঢুকতেই দেননি।

রবিবার শ্রীনগরে এ ভাবেই গিলানির বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন সীতারাম ইয়েচুরি, ডি রাজা। গিলানি দরজা খোলেননি। ছবি: পিটিআই।

রাজনাথ সিংহ সেই প্রসঙ্গে সোমবার বলেছেন, ‘‘বিচ্ছিন্নতাবাদীরা যা করেছেন, তা কাশ্মীরিয়তও নয় ইনসানিয়তও (মানবিকতা) নয়।’’ কাশ্মীরিয়ত এবং ইনসানিয়ত বা মানবিকতা উপত্যকার জনপ্রিয় স্লোগান। কিন্তু সর্বদলীয় প্রতিনিধি দলকে যে ভাবে গিলানি দরজা থেকে ফেরত পাঠিয়ে দিয়েছেন, উপত্যকতার উত্তাপ কমানোর আলোচনায় অংশ নিতে যে ভাবে অস্বীকার করেছেন, তাতে সেই স্লোগানের মর্যাদা সাংঘাতিক ভাবে ধাক্কা খেয়েছে বলে রাজনাথ সিংহ মনে করছেন। হুরিয়তের সঙ্গে সর্বদলীয় প্রতিনিধি দলের বৈঠক আয়োজনের যে চেষ্টা হয়েছিল, তার সঙ্গে এ দিন দূরত্ব তৈরির চেষ্টা করেছেন রাজনাথ। কেন্দ্রীয় সরকার এবং তাঁর নিজের দল বিজেপি তো বটেই, জম্মু-কাশ্মীরের সরকারের সঙ্গেও ওই আলোচনা প্রস্তাবের কোনও যোগ নেই বলে রাজনাথ জানিয়েছেন। তিনি জানান, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, মেহবুবা মুফতি পিডিপি নেত্রী হিসেবে হুরিয়তকে বৈঠকে ডেকেছিলেন।

আরও পড়ুন: মুখ ফিরিয়ে ইয়েচুরিদের হতাশ করলেন গিলানিরা

গিলানি তথা হুরিয়তের নিন্দা কিন্তু শুধু রাজনাথ সিংহের মন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। পিডিপি’র প্রবীণ নেতা তথা জম্মু-কাশ্মীরের অর্থ মন্ত্রী হাসিব দ্রাবুও সোমবার তীব্র আক্রমণ করেছেন সৈয়দ আলি শাহ গিলানিকে। কাশ্মীরিরা যে সব সামাজিক গুণের জন্য পরিচিত, গিলানি ঠিক তার উল্টো কাজ করেছেন বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘‘আমি ৩৭০ ধারার জন্য কাশ্মীরি নই। আমি কাশ্মীরি আমার মূল্যবোধের জন্য। গিলানি কাশ্মীরিয়তকে কলঙ্কিত করেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE