Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

ঠকার পর কংগ্রেসের বিরুদ্ধে #মি-টু অভিযোগ আনবেন বিরোধীরাও: রাজনাথ

কর্মস্থলে যৌন হেনস্থার বিষয়টি খতিয়ে দেখে তা রুখতে কী কী করণীয়, খতিয়ে দেখছে কেন্দ্রীয় মন্ত্রীদের যে বিশেষ কমিটি, ঘটনাচক্রে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তার শীর্ষে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। হায়দরাবাদে, শনিবার। ছবি- টুইটার থেকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। হায়দরাবাদে, শনিবার। ছবি- টুইটার থেকে।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৯:১৪
Share: Save:

কংগ্রেসকে হেয় করতে গিয়ে #মি-টু আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁর বক্তব্য নিয়ে তির্যক মন্তব্য শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গড়ার ব্যাপারে বিরোধীদের সতর্ক করতে গিয়ে শনিবার হায়দরাবাদে রাজনাথ বলেন, ‘‘আমার আশা, পরে ঠকতে হতে পারে, এটা মাথায় রেখে বিরোধীরা হাত মেলাবেন না কংগ্রেসের সঙ্গে। ঠকে গিয়ে পরে হয়তো তারা (বিরোধী দলগুলি) তাদের মতো করে কংগ্রেসের বিরুদ্ধে #মি-টু অভিযোগ আনবেন।’’

কর্মস্থলে যৌন হেনস্থার বিষয়টি খতিয়ে দেখে তা রুখতে কী কী করণীয়, খতিয়ে দেখছে কেন্দ্রীয় মন্ত্রীদের যে বিশেষ কমিটি, ঘটনাচক্রে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তার শীর্ষে।

" " টুইটারে রাজনাথের মন্তব্য ছড়িয়ে পড়তেই টুইটারে এক জন লিখেছেন ‘‘তা হলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও মহিলাদের মিটু আন্দোলন নিয়ে মজা করতে শুরু করলেন! বিজেপি নেতাদের চোখেমুখে কথাবার্তায় হতাশার গভীর ছাপ চোখে পড়ছে।’’

টুইটারে রাজনাথের মন্তব্য ছড়িয়ে পড়তেই টুইটারে এক জন লিখেছেন ‘‘তা হলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও মহিলাদের মিটু আন্দোলন নিয়ে মজা করতে শুরু করলেন! বিজেপি নেতাদের চোখেমুখে কথাবার্তায় হতাশার গভীর ছাপ চোখে পড়ছে।’’

" "

আরও পড়ুন- ঋণের ফাঁদে ইসলামাবাদ, বন্ধুত্বের মুখোশে পাকিস্তানে লুঠ চালাচ্ছে চিন?​

আরও পড়ুন- পার্লামেন্টকেই সাময়িক বরখাস্ত করলেন প্রেসিডেন্ট, শ্রীলঙ্কায় সাংবিধানিক সঙ্কট!​

প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যে ১৯ জন সাংবাদিক যৌন হেনস্থার অভিযোগ এনেছেন, তাঁদের অন্যতম সুতপা পাল টুইটে লিখেছেন, ‘‘যাঁকে সরকার কর্মস্থলে যৌন হেনস্থার ঘটনা রোখার জন্য একটি গুরুত্বপূর্ণ কমিটির মাথায় বসিয়েছে, সেই তিনিই কি না এমন হতাশজনক মন্তব্য করলেন।’’

আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা সাংবাদিকদের অন্যতম কণিকা গহৌলত টুইটে লিখেছেন, ‘‘তার মানে, উনি বোঝাতে চাইছেন ঠকে গিয়েই এমন অভিযোগ আনা হয়!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE