নিরাপত্তা সংক্রান্ত সব ধরনের প্রতিকূলতার জন্যই ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে এবং দীর্ঘকালীন যুদ্ধের জন্য তৈরি হতে বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। আজ মধ্যপ্রদেশের মউ-এ ‘আর্মি ওয়র কলেজ’-এর এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘বর্তমান যুগে যুদ্ধ এত আচমকা শুরু হয়ে যায় যে, তা কত দিন চলবে, কবে শেষ হবে, কিছুই বলা যায় না। তাই কোনও যুদ্ধ যদি দু’মাস, চার মাস, এক বছর, দু’বছর এমনকি পাঁচ বছর ধরেও চলে, আমাদের তার জন্য তৈরি থাকতে হবে।’’ সেই সঙ্গে রাজনাথ এ কথাও বলেন, “ভারত কখনও কারও জমি দখল করতে চায় না। কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে, আমরাও ছেড়ে কথা বলব না। আমরা সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশকে রক্ষা করতে প্রস্তুত।” এই অনুষ্ঠানে ছিলেন দেশের চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান, বায়ুসেনা প্রধান এ পি সিংহ ও নৌসেনা প্রধান দীনেশ ত্রিপাঠী।
ভারতীয় বাহিনীর অভিযান ‘অপারেশন মহাদেব’-এ মারা পড়েছিল পহেলগাম-কাণ্ডে যুক্ত জঙ্গিরা। সেই অভিযানে অংশ নেওয়া জওয়ানদের আজ সংবর্ধনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেব পাকিস্তানে বসে থাকা সন্ত্রাসবাদীদের বার্তা দিয়েছে, ভারতে হামলার ফল কী হবে। আমাদের সেনারা দেখিয়ে দিয়েছেন, জঙ্গিরা যে কৌশল নিক না কেন, তাদের আমরা নিকেশ করেই ছাড়ব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)