Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Rajya Sabha

Rajya Sabha polls: রাজ্যসভার নির্বাচনে ক্রস-ভোটিং! ‘ভালবেসে’ কংগ্রেসকে ভোট জেডি (এস) বিধায়কের

কর্নাটকে রাজ্যসভার নির্বাচনে ক্রস ভোটিং। কংগ্রেসকে ভোট দিলেন জেডি (এস) বিধায়ক শ্রীনিবাস গৌড়া। বিধায়কের কাণ্ডে অসন্তুষ্ট কুমারস্বামী।

ছবি পিটিআই।

ছবি পিটিআই।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১৭:০৩
Share: Save:

রাজ্যসভার নির্বাচনে ক্রস-ভোটিংয়ের খবরে শোরগোল পড়ে গেল কর্নাটকে। কংগ্রেসের প্রতি ‘ভালবাসা’র বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে হাত শিবিরে ভোট দিয়ে ফেললেন জনতা দল (সেক্যুলার)-এর বিধায়ক শ্রীনিবাস গৌড়া। শুক্রবার কর্নাটকের চার আসনে রাজ্যসভার নির্বাচনে ভোট নেওয়া হয়।

ভোটদানের পর বেরোনোর সময় কোলারের বিধায়ক শ্রীনিবাস গৌড়া বলেন, ‘‘কংগ্রেসকে ভোট দিয়েছি।’’ কংগ্রেসকে কেন ভোট দিলেন? বিধায়কের স্পষ্ট জবাব, ‘‘কারণ কংগ্রেসকে ভালবাসি।’’ উল্লেখ্য, এইচ ডি কুমারস্বামীর নেতৃত্বাধীন জেডি (এস) ছেড়ে কংগ্রেসে যে আগামিদিনে যোগদান করবেন, সে কথা আগেই জানিয়েছিলেন ওই বিধায়ক।

এদিকে, গুব্বির জেডি (এস) বিধায়ক এসআর শ্রীনিবাস সাদা ব্যালট পেপার জমা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ উড়িয়েছেন তিনি। আরেক জেডি (এস) বিধায়ক এইচ ডি রাবান্না ব্যালট পেপার বাক্সে ফেলার আগে সে রাজ্যের কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারকে দেখিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জেডি (এস) বিধায়কদের এই কাণ্ড-কারখানা দেখে সে দলের সভাপতি এইচ ডি কুমারস্বামী বলেছেন, ‘‘একেবারে নিম্নমানের রাজনীতি। ওঁরা কি আদৌ বিধায়ক? শ্রীনিবাস সাদা ব্যালট পেপার জমা দিয়েছেন। কাউকে ভোট দেননি। অথচ ভোট দিয়ে বেরিয়ে বলেছেন, জেডি(এস)-কে ভোট দিয়েছেন।’’ শ্রীনিবাস গৌড়ার ক‌ংগ্রেসের প্রতি ‘ভালবাসা’ প্রসঙ্গে কুমারস্বামী বলেন, ‘‘যদি উনি ভদ্র হন, তবে ইস্তফা দিন আর রাজনীতি করুন। উনি কোলারের মানুষ ও জেডি (এস) কর্মীদের অপমান করেছেন।’’

প্রসঙ্গত, আজ সন্ধ্যায় ফল জানা যাবে। কর্নাটকে চার আসনে ছ’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জিততে হলে প্রত্যেক প্রার্থীকে ৪৫টি ভোট পেতে হবে। সে রাজ্যের শাসকদল বিজেপি তিন প্রার্থী দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajya Sabha Rajya Sabha Election Congress JDS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE