আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন নিয়ে আবেগের তরঙ্গ ক্রমশ বাড়িয়ে চলেছেন বিজেপি নেতৃত্ব। আজ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি হিন্দি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “২২ জানুয়ারি দিনটি সমস্ত ভারতবাসীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এটি শুধুমাত্র আমার আনন্দের বিষয় নয়। একশো চল্লিশ কোটি ভারতবাসীর শান্তির এবং উদ্যাপনের বিষয়।” একই সঙ্গে তাঁর উপরে দেবত্ব আরোপের কাজও শুরু করে দিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্ট-এর সচিব চম্পত রাই আজ দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষ্ণুর নতুন অবতার।
প্রসঙ্গত, মোদীর বাসভবনে সম্প্রতি গিয়েছিলেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আধিকারিকেরা। মোদী তখন তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের লোকেরা আমার সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছিলেন। শ্রী রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁরা আমায় আমন্ত্রণ জানিয়েছেন। আমি ধন্য মনে করছি। আমার সৌভাগ্য যে, আমি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)