অমিত শাহের পরে এ বার রামমন্দির নির্মাণের নির্ঘণ্ট জানাল রামমন্দির ট্রাস্ট। ফাইল চিত্র।
অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ অর্ধেক হয়ে গিয়েছে। পরবর্তী মকর সংক্রান্তির আগে বাকি কাজও শেষ হয়ে যাবে। মকর সংক্রান্তির আগে লোহরির দিন অযোধ্যার রামমন্দির ট্রাস্টের সম্পাদক চম্পত রাই এই দাবি করেছেন।
শুক্রবার চম্পত বলেন, ‘‘লোহরির দিন সূর্য আজ মকর রাশিতে প্রবেশ করেছে। ২০২৪ সালে সূর্যের মকর রাশিতে প্রবেশের আগে রামমন্দির নির্মাণের বাকি কাজ শেষ হয়ে যাবে।’’ তিনি জানান, মন্দিরের মেঝে-সহ অন্যান্য নির্মাণের কাজ শেষের পথে। গর্ভগৃহের নীচতলার কাজ অগস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
চলতি মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা সফরে গিয়ে বলেছিলেন ‘‘রামমন্দির নির্মাণের কাজ ২০২৪ সালের পয়লা জানুয়ারির মধ্যে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে।’’ বস্তুত, রামমন্দির কবে তৈরি হবে, তা সে দিনই প্রথম বার নির্দিষ্ট ভাবে জানা গিয়েছিল বিজেপির কোনও নেতার মুখ থেকে। এ বার কেন্দ্রীয় সরকার গঠিত রামন্দির ট্রাস্টের সম্পাদকও কার্যত একই সময়সীমার কথা বললেন।
এক সময়ে সঙ্ঘ পরিবার তথা বিজেপির প্রধান অস্ত্র ছিল রামমন্দির। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা চলাকালীন এ ভাবে রামমন্দির নির্মাণের নির্ঘণ্ট বেঁধে দেওয়ার ঘটনা তাই ‘তাৎপর্যপূর্ণ’। সম্প্রতি রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস রাহুলকে চিঠি লিখে আশীর্বাদ করে বলেছেন, ‘‘আপনি যা করছেন, ভালর জন্য করছেন। প্রভু রাম আপনাকে আশীর্বাদ করুন।’’ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সম্পাদক চম্পতও রাহুলের যাত্রাকে সমর্থন করে বলেছিলেন, ‘‘আমি নিজে আরএসএস কর্মী। সঙ্ঘের কেউ বা ভারত জোড়ো যাত্রার সমালোচনা করেছেন? ’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy