Advertisement
E-Paper

রামমন্দির নিয়ে জ্যোতিষে ভরসা সিদ্ধার্থের

বিজেপির মন্ত্রী জ্যোতিষ-কথায় ভর করে জানিয়ে দিলেন, ২০১৯ সালের আগেই অযোধ্যায় তৈরি হবে রামমন্দির। তিনি উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ। মন্ত্রী হওয়ার আগে যিনি দিল্লিতে অমিত শাহের টিমে ছিলেন। পশ্চিমবঙ্গের দায়িত্বও সামলেছেন। আজ তিনি দেখা করেন স্বামী ব্রহ্ম যোগানন্দের সঙ্গে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৭ ০১:৩৪

শীর্ষ আদালতে মামলার শুনানি শুরু হতে বাকি এখনও দু’মাসেরও বেশি। তার আগেই বিজেপির মন্ত্রী জ্যোতিষ-কথায় ভর করে জানিয়ে দিলেন, ২০১৯ সালের আগেই অযোধ্যায় তৈরি হবে রামমন্দির।

তিনি উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ। মন্ত্রী হওয়ার আগে যিনি দিল্লিতে অমিত শাহের টিমে ছিলেন। পশ্চিমবঙ্গের দায়িত্বও সামলেছেন। আজ তিনি দেখা করেন স্বামী ব্রহ্ম যোগানন্দের সঙ্গে। তার পর বলেন, ‘‘স্বামী যোগানন্দ এর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন। সেই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। এ বার তাঁর নতুন ভবিষ্যদ্বাণী, ২০১৯ সালের আগেই অযোধ্যায় রামমন্দির হবে।’’ কংগ্রেসের প্রশ্ন, অযোধ্যার রামমন্দির নিয়ে আদালতের রায়ের আগেই বিজেপির মন্ত্রী কী করে জ্যোতিষের ভিত্তিতে এমন বলতে পারেন? এটি কি আদালতকে প্রভাবিত
করা নয়? সিদ্ধার্থনাথ অবশ্য এর পরে বলেছেন, ‘‘দেশের পরিস্থিতি এখন বদলাচ্ছে। আগে যাঁরা অযোধ্যায় রামমন্দির নির্মাণের বিরোধিতা করেছিলেন, তাঁরাও এখন একে সমর্থন করছেন।’’ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামমন্দির-হাওয়া তোলার জন্য ইতিমধ্যেই অযোধ্যা সফর বাড়িয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে দু’বার সফর করেছেন সেখানে। একগুচ্ছ প্রকল্পও ঘোষণা করেছেন। উপরন্তু, এই প্রথম বার অযোধ্যায় বড় মাপের দীপাবলি উৎসব পালনের তোড়জোড় করছেন তিনি। সরযূ নদীর তীরে এর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোরকদমে। রাজ্যপাল রাম নাইক, মুখ্যমন্ত্রী যোগী-সহ মন্ত্রিসভার সদস্য ও আমলাদের নিয়ে সেখানে উৎসব পালন করবে উত্তরপ্রদেশ সরকার।

আরও পড়ুন: স্টেশনের ব্রিজে পিষে মৃত বাইশ

বিশ্ব হিন্দু পরিষদেরও আশা, ২০১৯ সালের আগেই তৈরি হবে রামমন্দির। অযোধ্যার সাধুরা একই সুরে বারবার প্রকাশ্যে বলছেন, ‘দিল্লিতে মোদী আর উত্তরপ্রদেশে যোগী’র জমানাতেই রামমন্দির নির্মাণ হবে। অখিলেশ যাদবের জমানায় প্রস্তাবিত রামমন্দিরের জন্য পাথর আসায় নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হয়ে সেই নিষেধাজ্ঞা তুলে দেন। এখন রাজস্থান থেকে ‘জয় শ্রী রাম’ লেখা পাথর আসছে নিয়মিত। যাতে এক বার সুপ্রিম কোর্টের রায় আসার পরেই দ্রুত মন্দির নির্মাণ করা যায়। বিজেপি সাংসদ সুব্র্যহ্মণ্যম স্বামীর মতে, ‘‘প্রি-ফেব্রিকেটেড প্রযুক্তির মাধ্যমে মন্দির নির্মাণ হবে। আগেই কাঠামোটি তৈরি থাকবে। তার পর শুধু একটি পাথরের সঙ্গে অন্যটি জুড়ে দ্রুত নির্মাণকাজ শেষ করা হবে।’’

Babri Masjid Ram Mandir Siddharth Nath Singh রামমন্দির SC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy