Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মন্ত্রিত্ব নয়, কমিটি থেকে পদত্যাগ রামাইয়ার

নীতীশ কুমার ‘অপমান’ করায় রাজ্যের ২০ দফা কর্মসূচি রূপায়ণ কমিটির সমন্বয়কারীর পদ থেকে ইস্তফা দিলেন রামাইয়া রাম। তবে পরিবহণ মন্ত্রীর পদ অবশ্য তিনি ছাড়েননি। তাঁর পদত্যাগ পত্র নীতীশ কুমার গ্রহণও করেছেন। মুজফ্ফরপুরের সাত বারের বিধায়কের সমন্বয়কারীর পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে দলিত নেতার অভিযোগ, “আমার সঙ্গে কথা না বলেই ভূমিকম্প পীড়িত এলাকায় ত্রাণ তদারকির জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থমন্ত্রী বিজয় চৌধুরীকে রক্সৌল পাঠিয়েছেন।” মুখ্যমন্ত্রী মঙ্গলবার রক্সৌলে গিয়েছিলেন ত্রাণের কাজ দেখতে। আজ তিনি বিজয় চৌধুরীকে সেখান পাঠান। তারপরেই রামাইয়ার ইস্তফা।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ০১ মে ২০১৫ ০৩:৫০
Share: Save:

নীতীশ কুমার ‘অপমান’ করায় রাজ্যের ২০ দফা কর্মসূচি রূপায়ণ কমিটির সমন্বয়কারীর পদ থেকে ইস্তফা দিলেন রামাইয়া রাম। তবে পরিবহণ মন্ত্রীর পদ অবশ্য তিনি ছাড়েননি। তাঁর পদত্যাগ পত্র নীতীশ কুমার গ্রহণও করেছেন।

মুজফ্ফরপুরের সাত বারের বিধায়কের সমন্বয়কারীর পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে দলিত নেতার অভিযোগ, “আমার সঙ্গে কথা না বলেই ভূমিকম্প পীড়িত এলাকায় ত্রাণ তদারকির জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থমন্ত্রী বিজয় চৌধুরীকে রক্সৌল পাঠিয়েছেন।” মুখ্যমন্ত্রী মঙ্গলবার রক্সৌলে গিয়েছিলেন ত্রাণের কাজ দেখতে। আজ তিনি বিজয় চৌধুরীকে সেখান পাঠান। তারপরেই রামাইয়ার ইস্তফা। বিজয় চৌধুরীকে রক্সৌলে পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, “আমি সেখানে গিয়ে দেখেছি, ত্রাণের কাজে সমন্বয়ের অভাব রয়েছে। বিশেষ পরিস্থিতিতে বিজয় চৌধুরীকে সেখানে পাঠানো হয়েছে।” যদিও ২০ দফা কর্মসূচির সঙ্গে ত্রাণ তদারকির কোনও সর্ম্পক নেই তবু সরকারি সূত্রে বলা হয়েছে, সমন্বয়কারী হিসেবে যে ভাবে এই পরিস্থিতিতে কাজ করা উচিত ছিল রামাইয়ার মধ্যে তার অভাবই দেখেছেন মুখ্যমন্ত্রী।

রামাইয়ার দাবি, “আমি ওই জেলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। যা প্রয়োজন তা করার চেষ্টা করেছি। কিন্তু মুখ্যমন্ত্রী বিজয় চৌধুরীকে আজ রক্সৌল পাঠিয়েছেন।” তাঁর অভিযোগ, “আমি যদি অযোগ্য হতাম তা হলে মেনে নিতাম। আমি এই কাজ করতে পারি বলেই তো মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন।” নীতীশ বলেন, “প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে মানুষের পাশে না দাঁড়িয়ে কেউ যদি রাজনীতি করে তা আমি বরদাস্ত করব না। রামাইয়া রামের ইস্তফা গ্রহণ করেছি। অন্য কেউ যদি এমন রাজনীতি করতে গিয়ে ফের ইস্তফা দেয় ভবিষ্যতেও আমি তা গ্রহণ করব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE