Advertisement
E-Paper

রমজান শেষ, কাশ্মীরে ফের অল আউট অপারেশন, জানিয়ে দিল কেন্দ্র

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রবিবার টুইট করে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, ওই সময়সীমা বাড়ানোর যে প্রস্তাব ছিল, তা খারিজ হয়ে গিয়েছে।

জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনী।- ফাইল চিত্র।

জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনী।- ফাইল চিত্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৮ ১৫:৩৬
Share
Save

রমজানের জন্য দেওয়া যুদ্ধবিরতির ছাড় শেষ হল। জম্মু-কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে ফের অভিযান শুরু করবে সেনা ও নিরাপত্তাবাহিনী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রবিবার টুইট করে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, ওই সময়সীমা বাড়ানোর যে প্রস্তাব ছিল, তা খারিজ হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, রমজান উপলক্ষ্যে উপত্যকার জঙ্গিদের যুদ্ধবিরতির ছাড় দিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার একটা সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু জঙ্গিরা তাতে সাড়া দেয়নি। সাড়া দেয়নি হুরিয়তের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিও।

গত সপ্তাহেই শ্রীনগরে গুলি করে খুন করা হয় সাংবাদিক শুজাত বুখারিকে। বন্দুকের মুখে তুলে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ান ঔরঙ্গজেবকে। পরে তাঁর বুলেটে ঝাঁঝরা দেহটি একটি নালা থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনার পরেই যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

It was expected that everyone will cooperate in ensuring the success of this initiative. While the Security Forces have displayed exemplary restraint during this period, the terrorists have continued with their attacks, on civilians and SFs, resulting in deaths and injuries.

আরও পড়ুন- শ্রীনগরে বুলেটে ঝাঁঝরা সাংবাদিক সুজাত বুখারি, দেশজুড়ে নিন্দার ঝড়​

আরও পড়ুন- বেঁচে থাকার ‘চ্যালেঞ্জ’ হেরে গেলেন বুখারি​

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এ দিন টুইট করে জানান, যুদ্ধবিরতি ঘোষণা করে আমরা আশা করেছিলাম, সাড়া পাব। নিরাপত্তাবাহিনী ওই সময় যতটা সম্ভব সংযম দেখালেও জঙ্গিরা তাদের হানাদারি চালিয়ে গিয়েছে। তাতে সাধারণ মানুষ ও জওয়ানদের প্রাণহানি হয়েছে। তাই নিরাপত্তাবাহিনীকে আর দেরি না করে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Ramzan J&K Rajnath Singh রমজান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy