Advertisement
০৪ অক্টোবর ২০২৩
Rani Mukerji

বেআইনি নির্মাণ! রানি মুখোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালো বিএমসি

২০১৪-তে ওই বাংলোয় নির্মাণকাজের জন্য বিএমসি’র অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু, বিএমসি’র কমেন্সমেন্ট সার্টিফিকেট অনু‌যায়ী এই সময়সীমা ছিল ২০১৫ সালের নভেম্বর প‌র্যন্ত।

রানি মুখোপাধ্যায়।— ফাইল চিত্র।

রানি মুখোপাধ্যায়।— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৭ ১৬:৫০
Share: Save:

অবৈধ নির্মাণ সংক্রান্ত অভিযোগে রানি মুখোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালো বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি। আগামী বুধবার এই মর্মে অভিনেত্রীর বাংলোয় হানা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিএমসির আধিকারিকরা। বিএমসি সূত্রের খবর, অভি‌যোগ প্রমাণিত হলে মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হতে পারে অভিনেত্রীকে।

আরও পড়ুন: ‘বাবা’র মতোই বর্ণময় চরিত্র, কে এই হানিপ্রীত

আরও পড়ুন: পুরুষ থেকে নারী হয়ে চাকরি খোয়াচ্ছেন নৌসেনা কর্মী

মুম্বইয়ের জুহুর বসন্ত থিওসফিক্যাল সোসাইটিতে রানি মুখোপাধ্যায়ের একটি বাংলা রয়েছে। বিতর্কের কেন্দ্রে সেই বাংলাটি। ২০১৪-তে ওই বাংলোয় নির্মাণকাজের জন্য বিএমসি’র অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু, বিএমসি’র কমেন্সমেন্ট সার্টিফিকেট অনু‌যায়ী এই সময়সীমা ছিল ২০১৫ সালের নভেম্বর প‌র্যন্ত। অভিযোগ, সময় পার হয়ে ‌যাওয়ার পরেও বাংলোতে নির্মাণ কাজ চলে। এর জন্য বিএমসি’র কোনও অনুমতি নেওয়া হয়নি। আর এই অভিযোগেই বিএমসি’র ৪৪৮ ধারা অনু‌যায়ী আইনি নোটিস পাঠানো হয়েছে রানিকে। যদিও রানির মুখপাত্রের দাবি, অনুমতি পুনর্নবীকরণ করিয়েই বাংলোর কাজ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE