সম্মান বাঁচাতে হামলাকারীর জিভ কামড়ে ছিঁড়ে নিলেন এক মহিলা। জিভের টুকরো জমা দিয়ে নিজেই অভিযোগ জানালেন থানায়।
চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে কেরলের কোচিতে। হিন্দুস্তান টাইম্সে প্রকাশিত খবর অনুযায়ী, আক্রান্ত মহিলা থানায় তাঁর প্রতিবেশী বছর ত্রিশের এক যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন। মহিলা নিজেই পুলিশকে জানান, সোমবার রাতে তিনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন আচমকাই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে প্রতিবেশী ওই যুবক। মহিলার অভিযোগ, যুবক তাঁকে জড়িয়ে ধরে জোর করে চুমু খেতে থাকে। অতর্কিত এই ঘটনায় কয়েক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যান ওই মহিলা। কিন্তু এর পরই সম্মান বাঁচাতে হামলাকারী যুবকের জিভে সজোরে কামড় বসিয়ে দেন তিনি। মুহূর্তের মধ্যে মহিলাকে ছেড়ে পালিয়ে যায় ওই যুবক। ঘটনার প্রমাণস্বরূপ ওই মহিলা যুবকের জিভের ২ সেন্টিমিটার লম্বা একটি টুকরো জমা দেন থানায় যা দেখে চোখ কপালে ওঠে সেখানে উপস্থিত পুলিশকর্তাদের।
আরও পড়ুন:
নাবালিকা ধর্ষণে সাজা দশ বছর