Advertisement
E-Paper

স্ল্যাবের নীচে বাসা বেঁধেছে শয়ে শয়ে ইঁদুর! মাটি ধসে পাঁচ ফুট গভীর গর্ত ইনদওরের ব্যস্ততম উড়ালপুলে

শাস্ত্রী সেতু ইনদওরের ব্যস্ততম উড়ালপুল। কিন্তু সে দিন রবিবার হওয়ায় যানবাহন কম ছিল। যদি তা না হত, তা হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার সঙ্গে এলাকাটি ব্যারিকেড করে ঘিরে দেয় পুলিশ। যানবাহনগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৩:২২
মেরামতির কাজ চলছে ইনদওরের সেই সেতুতে।

মেরামতির কাজ চলছে ইনদওরের সেই সেতুতে। ছবি: সংগৃহীত।

মধ্যপ্রদেশের অর্থনৈতিক রাজধানী ইনদওর। দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের খেতাবও পেয়েছিল এই শহর। এ হেন শহরে এ বার কেঁচো খুঁড়তে বেরোল ইঁদুর! খানিকটা আলগা মাটি ধসে যেতেই পাঁচ ফুট গভীর গর্ত বেরিয়ে পড়ল ইনদওরের ব্যস্ততম উড়ালপুলে।

রবিবার ইনদওরের অন্যতম প্রাচীন উড়ালপুল শাস্ত্রী সেতুতে আচমকা পাঁচ ফুট গভীর একটি গর্ত দেখা দিয়েছে। কর্তারা জানিয়েছেন, বৃষ্টি কিংবা নির্মাণকাজের ত্রুটির জেরে নয়, বরং ইঁদুরের উৎপাতেই এমনটা ঘটেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার ইনদওর পুরসভার একটি দল নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজে শাস্ত্রী সেতুতে গিয়েছিল। হঠাৎ তাঁদের চোখে পড়ে, সেতুর নীচে মাটিতে গর্ত করে বাসা বেঁধেছে ইঁদুর। স্ল্যাব সরাতেই আলগা মাটি ধসে যায়। দেখা যায়, একটা-দু’টো নয়, এতদিনে শয়ে শয়ে ইঁদুর মাটির নীচে প্রায় পাঁচ ফুট গভীর গর্ত খুঁড়ে ফেলেছে! এর জেরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সামনে শাস্ত্রী সেতুতে একটি গভীর গর্ত তৈরি হয়ে যায়। মাথায় হাত পড়ে যায় কর্তাদের।

এমনিতে শাস্ত্রী সেতু ইনদওরের ব্যস্ততম উড়ালপুল। কিন্তু সে দিন রবিবার হওয়ায় যানবাহন কম ছিল। যদি তা না হত, তা হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনাটি জানাজানির পর এলাকাটি ব্যারিকেড করে ঘিরে দেয় পুলিশ। যানবাহনগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। তড়িঘড়ি পূর্ত দফতর এবং শ্রী গোবিন্দরাম সেকসরিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স (এসজিএসআইটিএস)-এর ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বসেন পুরসভার কর্তারা। সোমবারের মধ্যে জরুরি ভিত্তিতে মেরামতির কাজ চালিয়ে গর্তটি ভরাট করা হয়।

জানা গিয়েছে, ওই সেতুর নীচে ২০টিরও বেশি ইঁদুরের গর্ত পাওয়া গিয়েছে। এ বিষয়ে পূর্ত দফতরের ইনচার্জ রাজেন্দ্র রাঠোর বলেন, ‘‘যেখানে গর্তটি দেখা দিয়েছে, সেখানে প্রায় ২৫-৩০ বছরের পুরনো একটি স্ল্যাব ছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে ভঙ্গুর হয়ে গিয়েছিল। এর মধ্যে গর্ত করেই ভিতরে ঢুকেছিল ইঁদুরেরা। এ ছাড়া, ওই এলাকায় আগে একটি চায়ের দোকান ছিল। সেখানকার উচ্ছিষ্ট খাবারের লোভে আরও বেশি করে ইঁদুর ওখানে বাসা করে। এমনকি, সেতুর ভি-পোল নিকাশি নালার ভিতরেও বাসা বেঁধে ফেলেছিল ইঁদুরগুলি!’’ তিনি জানিয়েছেন, ভবিষ্যতে যাতে আর এমন না হয়, সে জন্য প্রায় সাত দশক আগে নির্মিত এই সেতুর ফুটপাথ এবং পয়ঃপ্রণালি ব্যবস্থার নকশা নতুন করে বানানো হবে।

rat Rats Indore Bridge Madhya Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy