Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ অক্টোবর ২০২১ ই-পেপার

সিংহের সঙ্গে সেল্‌ফি তুলে বিতর্কে রবীন্দ্র জাডেজা

সংবাদ সংস্থা
১৭ জুন ২০১৬ ২১:৩৫

নিয়ম ভেঙে ফের বিতর্কে ‘স্যর’ জাডেজা। এ বার ২২ গজের নিয়ম নয়, পশুরাজের এলাকায় গিয়ে নিয়মের বেড়াজাল ভেঙে নতুন করে বিতর্কের মুখে তিনি।

দিন কয়েক আগে পরিবারের সঙ্গে জাডেজা গির অরণ্যে ঘুরতে গিয়েছিলেন। হঠাত্ই গাড়ি থেকে নেমে স্ত্রীকে সঙ্গে নিয়ে সিংহের সঙ্গে ছবি তোলেন তিনি। তখন পশুরাজ ছিল তাঁদের থেকে ১২-১৩ ফুট দূরে। বনদফতরের কর্মীদের সামনেই এই সব কাণ্ড করেন ভারতের এই অলরাউন্ডার। তাঁরা কোনও প্রতিবাদ করেননি স্যরের ফোটো তোলা নিয়ে। বনদফতরের নিয়ম অনুযায়ী, সাফারির সময় কোনও পর্যটক গাড়ি থেকে নীচে নামতে পারবেন না। কিন্তু রবীন্দ্র জাডেজা বনকর্মীদের সামনেই তাঁদের বুড়ো আঙুল দেখিয়ে নিয়মের বেড়াজাল ভাঙলেন! জাডেজার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে, কেন তাঁকে এ ভাবে ফোটো তুলতে দেওয়া হল। বনকর্মীরা সঙ্গে থাকলেও কেন বাধা দেননি জাডেজাকে? বিষয়টি নিয়ে যখন হইচই শুরু হয়ে গিয়েছে, রাজ্য বন দফতর এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। গির অরণ্যের সুপারিন্টেন্ডেন্ট রাম রতন নালা বলেন, “শুনেছি জাডেজা গাড়ি থেকে নেমে সেল‌্‌ফি তুলেছেন সিংহের সঙ্গে। বন দফতরের দু’জন আধিকারিকও ঘটনার সময় ছিলেন। তবে তদন্ত করেই বলা যাবে জাডেজার বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায়।”

এর আগেও বিতর্কে জড়িয়েছেন জাডেজা। নিজের বিয়ের সময় শূন্যে গুলি চালিয়ে আনন্দোল্লাসে মেতেছিলেন তাঁর আত্মীয়রা। এমনকী জাডেজাকে খোলা তলোয়ার নিয়েও নাচতে দেখা যায়।

Advertisement

আরও পড়ুন

Advertisement