Advertisement
E-Paper

সর্বদলীয় বৈঠক শেষে যুদ্ধং দেহি মনোভাব দু’পক্ষেরই

এ যেন ঝড়ের পূর্বাভাস! সংসদের আসন্ন বাদল অধিবেশনে সরকার এবং বিরোধী— যুযুধান দু’পক্ষ কেউ কাউকে যে ছেড়ে কথা বলবে না, সোমবারের সর্বদলীয় বৈঠকে সেই ইঙ্গিতই পাওয়া গেল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ১৫:৪১

এ যেন ঝড়ের পূর্বাভাস!

সংসদের আসন্ন বাদল অধিবেশনে সরকার এবং বিরোধী— যুযুধান দু’পক্ষ কেউ কাউকে যে ছেড়ে কথা বলবে না, সোমবারের সর্বদলীয় বৈঠকে সেই ইঙ্গিতই পাওয়া গেল।

বাদল অধিবেশনের আগে এ দিন সরকারের তরফে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। সেখানে ১৯টি রাজনৈতিক দলের ৪১ জন নেতা এই বৈঠকে হাজির থাকলেও তৃণমূল নেতৃত্ব ছিলেন না। দলের তরফে জানানো হয়েছে, ২১ জুলাইয়ের সভা নিয়ে ব্যস্ত থাকার কারণে সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়া সম্ভব হয়নি। এই বৈঠকে বিরোধীরা একের পর এক অভিযোগ তুললেন। কিন্তু, বিরোধীদের ‘চাপ’-এর কাছে সরকার পক্ষ যে কোনও ভাবেই মাথা নোয়াবে না, সে কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মোদী সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। বিরোধীদের সমস্ত অভিযোগের পিছনেই রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। এ দিন পাল্টা এই অভিযোগ তুলেছে বিজেপি। কাজেই আসন্ন অধিবেশনে যে ঝড় উঠতে চলেছে তা নিয়ে রাজনৈতিক মহলে কোনও সন্দেহ নেই।

বিরোধীদের কোন ‘চাপ’?

বেশ কিছু দিন ধরেই কয়েকটি বিষয় নিয়ে সরকার পক্ষকে প্রায় চেপে ধরেছে বিরোধীরা। তার মধ্যে অন্যতম, ললিত মোদী-কাণ্ড। ললিত-বিষয়ে ইতিমধ্যেই বিজেপি নেত্রী তথা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নাম জড়িয়েছে। প্রকাশ্যে এসেছে রাজস্থানের আর এক নেত্রী বসুন্ধরা রাজের নাম। ঘটনাচক্রে তিনি আবার ওই রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে। ললিতের বিদেশবাস সংক্রান্ত বিষয়ে এই দুই নেত্রীর নাম প্রকাশ্যে আসায় মাঠে নেমে পড়ে কংগ্রেস-সহ অন্য বিরোধীরা। ওই দুই মন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হতে থাকে বার বার। বিজেপি যদিও এ বিষয়ে প্রকাশ্যেই সুষমার পাশে দাঁড়িয়েছে। আর বসুন্ধরার ক্ষেত্রেও সেই অর্থে কোনও ব্যবস্থাই নেয়নি। কিন্তু, বিরোধীরা অনড়। ওই দুই মন্ত্রীকে দায়িত্ব থেকে সরানোর বিষয়ে তাদের দাবি জোরালো করতে থাকে। তদন্ত কমিটি গঠনের পাশাপাশি, বিষয়টি নিয়ে সংসদের আসন্ন অধিবেশনে তারা আলোচনার দাবিও তোলে।

এরই সঙ্গে জুড়ে যায়, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়টি। নির্বাচন কমিশনকে দেওয়া তাঁর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যে যে গন্ডগোল রয়েছে সে কথা জানিয়ে সম্প্রতি দিল্লির এক আদালতে মামলা দায়ের করেন এক ব্যক্তি। নির্বাচনের আগে কমিশনকে দেওয়া তথ্যে তাঁর শিক্ষাগত যোগ্যতা এক এক বার এক এক রকম জানানো হয়েছে। এর প্রেক্ষিতে, বিরোধীরা স্মৃতির পদত্যাগও দাবি করে। এ ছাড়া রয়েছে মধ্যপ্রদেশে ব্যপম-কাণ্ড। সেই কাণ্ডেও বিজেপি নেতা তথা ওই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। তাঁরও পদত্যাগের দাবি জানানো হয়।

কংগ্রেসের গুলাম নবি আজাদ এ দিন বলেন, ‘‘দায়িত্বশীল দল হিসেবে মানুষের স্বার্থে ও যোগ্যতার নিরিখে যে কোনও বিল পাশ করাতে চায় সরকার। কিন্তু, গত কয়েক মাসে যে ভাবে ললিত-কাণ্ড থেকে ব্যপম কেলেঙ্কারি ঘটেছে, তার তদন্ত করতে হবে। মন্ত্রীদের ইস্তফা দিতে হবে।’’ তাঁর কথায়: ‘‘ভোটের আগে নরেন্দ্র মোদী দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু, যে ভাবে ব্যপমের মতো কাণ্ড থেকে আসারাম বাপুর মামলায় সাক্ষীর হত্যা হচ্ছে, এর পর কোনও আদালত সাক্ষী খুঁজে পাবে না।’’

একের পর এক ‘কেলেঙ্কারি’তে বিজেপি নেতৃত্বের জড়িয়ে পড়ার অভিযোগ তুলে বিরোধীরা আসন্ন অধিবেশন ভণ্ডুল করে দিতে পারে। এই আশঙ্কায় এ দিন সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়। এর আগে রবিবার গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রী তাঁর সরকারের শীর্ষ ব্যক্তিত্বদের নিয়ে বৈঠকে বসেন। সেখানে মোদী স্পষ্ট ভাবে নিজের মত ব্যক্ত করেন বলে সূত্রের খবর। সংসদে গোটা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত সরকার, এই বার্তাও দেন তিনি। আসন্ন সংসদ অধিবেশনে গুরুত্বপূর্ণ বিলগুলি নিয়ে সুষ্ঠু ভাবে আলোচনার জন্য বিরোধীদের কাছে এ দিন আবেদন জানান প্রধানমন্ত্রী। বৈঠকে সরকার সাফ করে দিয়েছে, যে কোনও আলোচনার জন্য তারা প্রস্তুত। কিন্তু, ললিত-কাণ্ড থেকে ব্যপম কেলেঙ্কারিতে সুষমা স্বরাজ, বসুন্ধরা রাজে সিন্ধিয়া থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের ইস্তফার কোনও প্রশ্ন ওঠে না। বরং সকালের বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই বলেন, জমি বিল নিয়ে এগোতে হবে। পণ্য ও পরিষেবা কর বিলও পাশ করাতে চায় সরকার।

এ দিন বেঙ্কাইয়া জানিয়ে দিয়েছেন মোদী সরকারের কোনও মন্ত্রীই পদত্যাগ করছেন না। তিনি বলেন, ‘‘বিরোধীদের চাপে মাথা নুইয়ে তাঁদের পদ ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কোনও কেন্দ্রীয় মন্ত্রী কোনও বেআইনি বা অনৈতিক কাজ করেননি।’’ তিনি আরও জানান, সরকারকে কেউ নির্দেশ দিতে পারে না। কারও কোনও হুঁশিয়ারি মেনে নেওয়ার প্রশ্নও নেই। বেঙ্কাইয়ার দাবি, সরকার ভীষণ ভাল কাজ করেছে। কোনও বিষয়কে আড়াল করার প্রশ্নই নেই। ‘‘বরং আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনায় যেতে তৈরি।’’— বলেন তিনি।

Venkaiah Naidu BJP political leader new delhi congress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy