Advertisement
০৬ মে ২০২৪
TRAI

বাধ সাধল ট্রাই, আর পাওয়া যাবে না জিও-র ‘সামার সারপ্রাইজ’

প্রাইম সদস্যদের কমপ্লিমেন্টারি ফ্রি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বাধ সাধল ট্রাই (টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া)। ৬ এপ্রিল, বৃহস্পতিবার জিও কর্তৃপক্ষকে ‘সামার সারপ্রাইজ’ প্রকল্প প্রত্যাহার করার পরামর্শ দিল ট্রাই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ২২:০৮
Share: Save:

প্রাইম সদস্যদের কমপ্লিমেন্টারি ফ্রি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বাধ সাধল ট্রাই (টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া)। ৬ এপ্রিল, বৃহস্পতিবার জিও কর্তৃপক্ষকে ‘সামার সারপ্রাইজ’ প্রকল্প প্রত্যাহার করার পরামর্শ দিল ট্রাই।

৩১ মার্চ রাতেই জিও কর্তৃপক্ষের তরফ থেকে প্রাইম সদস্য হওয়ার সময়সীমা বাড়িয়ে ১৫ এপ্রিল করা হয়। সেই সঙ্গে ঘোষণা করা হয় জিও ‘সামার সারপ্রাইজ অফার’। এই ‘সামার সারপ্রাইজ’ প্রকল্প অনুযায়ী, ১৫ এপ্রিলের মধ্যে ৯৯ টাকার রিচার্জের মাধ্যমে প্রাইম সদস্য হওয়ার পাশাপাশি প্রথম রিচার্জ হিসেবে ৩০৩ বা তার বেশি টাকার রিচার্জ করলে আগামী তিন মাস, অর্থাত্ জুন পর্যন্ত আর কোনও রিচার্জ করতে হবে না প্রাইম সদস্যদের। জুন পর্যন্ত জিও’র পক্ষ থেকে তাদের প্রাইম সদস্যদের কমপ্লিমেন্টারি ফ্রি পরিষেবা দেওয়া হবে।

জিও কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ট্রাই-এর পরামর্শ মেনে নিয়ে যত দ্রুত সম্ভব এই ‘সামার সারপ্রাইজ’ প্রকল্প বন্ধ করে দেবেন তারা। তবে যে সব গ্রাহক ইতিমধ্যেই প্রাইম সদস্য হওয়ার পাশাপাশি ৩০৩ বা তার বেশি টাকার রিচার্জ করেছেন তাঁদের ক্ষেত্রে ‘সামার সারপ্রাইজ’ প্রকল্পের সুবিধাগুলি বলবত্ থাকবে।

আরও পড়ুন...
ফেসবুক, হোয়াটসঅ্যাপের উপর নজরদারি চালাতে রেগুলেটরি বডি আনার ভাবনা কেন্দ্রের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Reliance Jio Summer Surprise offer TRAI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE