নানা রঙের পাগড়ি পরে রাজপথে হেঁটে যাওয়ার রেওয়াজ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী হয়েই। এ বারের প্রজাতন্ত্র দিবসে একটু বেশিই হাঁটলেন নরেন্দ্র মোদী। সাধারণত প্রজাতন্ত্র দিবসে একজন বিদেশি রাষ্ট্রনেতাই অতিথি হয়ে আসেন। এ বার ছিলেন দশ রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতির পরে প্যারেড শেষে দশ জনকে আলাদা করে বিদায় জানাতেই কেটে গেল অনেকটা সময়। তার পর উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু গাড়িতে চাপতেই হাঁটা শুরু করে দিলেন প্রধানমন্ত্রী। মোদীর জন্য অনেক ক্ষণ অপেক্ষা করে দু’পাশে জনতার ভিড় তত ক্ষণে পাতলা হতে শুরু হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী হাঁটতে শুরু করতেই ফের খবর চাউর হয়, মোদী আসছেন। বেরিয়ে যাওয়া ভিড় ফের আসতে শুরু করে। তাঁদেরও অখুশি করলেন না প্রধানমন্ত্রী। হাঁটলেন একটু বেশি পথ।