Advertisement
১৯ এপ্রিল ২০২৪

উন্নয়নের ভার তরুণ আমলাদের

পিছিয়ে পড়া জেলাগুলির উন্নয়নে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে কেন্দ্র। বহু ক্ষেত্রেই পরিকল্পনামাফিক কাজ হচ্ছে না বলে জানিয়েছে নীতি আয়োগ।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ০৩:৩৮
Share: Save:

দেশের মোট ১১৫টি জেলাকে ‘অনুন্নত’ বলে চিহ্নিত করেছে নীতি আয়োগ। গোটা দেশের বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ওই জেলাগুলিও যাতে দ্রুত উন্নয়নের পথে হাঁটতে পারে, সে জন্য তরুণ আমলাদের সেখানে নিয়োগের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। সংসদে শুরু হওয়া দেশের উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা-সংক্রান্ত দু’দিনের একটি সম্মেলনে আজ এ কথা বলেন নরেন্দ্র মোদী।

পিছিয়ে পড়া জেলাগুলির উন্নয়নে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে কেন্দ্র। বহু ক্ষেত্রেই পরিকল্পনামাফিক কাজ হচ্ছে না বলে জানিয়েছে নীতি আয়োগ। প্রধানমন্ত্রী বলেন, ‘‘পিছিয়ে পড়া জেলাগুলির জেলাশাসকদের অধিকাংশের বয়স ৪০-এর বেশি। ওই বয়সে পৌঁছে আমলাদের পরিবার, কেরিয়ারের মতো নানা চিন্তা চলে আসে। তা ছাড়া যাকে-তাকে ওই সব এলাকায় দায়িত্ব দেওয়াও ঠিক নয়।’’ উন্নয়নের জন্য ওই সব জায়গায় তাজা রক্তের দরকার বলে মনে করেন তিনি। জেলাগুলি কেন পিছিয়ে রয়েছে, তা দেখার জন্য স্থানীয় বিধায়কদেরও দায়িত্ব দেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE