Advertisement
০৫ মে ২০২৪
National News

‘পিছু হঠা মোদীজির রক্তে নেই’, প্রত্যাঘাতে বেঙ্কাইয়া

সংসদের অচলাবস্থার ছবি তুলে ধরে বিরোধীদের আক্রমণ শুরু করল সরকার। গত কয়েক দিন ধরে বিরোধীদের আক্রমণের জবাব দিচ্ছিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার। বুধবার আক্রমণ আরও ঝাঁঝালো করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ১৬:০৮
Share: Save:

সংসদের অচলাবস্থার ছবি তুলে ধরে বিরোধীদের আক্রমণ শুরু করল সরকার। গত কয়েক দিন ধরে বিরোধীদের আক্রমণের জবাব দিচ্ছিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার। বুধবার আক্রমণ আরও ঝাঁঝালো করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। বিরোধীদের তীব্র আক্রমণ করে বেঙ্কাইয়ার মন্তব্য, ‘‘সংসদে হই-হট্টগোল করা বিরোধীদের স্বভাবে পরিণত হয়েছে।’’ বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মন্তব্য, প্রধানমন্ত্রী কোনও ভাবেই সিদ্ধান্ত থেকে পিছু হঠবেন না।

বেঙ্কাইয়া এ দিন বলেন, ‘‘বিরোধীরা বার বার দাবি করছিলেন, প্রধানমন্ত্রীকে সংসদে আসতে হবে। প্রধানমন্ত্রী সংসদে এসেছেন। তা সত্ত্বেও কেন সংসদ চলতে দেওয়া হচ্ছে না?’’ বিরোধীদের দাবি অবশ্য তা ছিল না। বিরোধীদের দাবি ছিল, প্রধানমন্ত্রীকে বিতর্কে অংশ নিতে হবে এবং রাজ্যসভায় জবাব দিতে হবে, কেন সরকার নোট বাতিল করল?

রাজ্যসভায় বিজেপি সংখ্যালঘু। সেখানে বিরোধীদের তরফ থেকে বাধা তাই প্রবল। সেই কারণেই রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার পক্ষ, মত রাজনৈতিক শিবিরের একাংশের। প্রধানমন্ত্রী বুধবার লোকসভায় উপস্থিত ছিলেন। তবে তিনি বিতর্কে অংশ নেননি। নোট বাতিলের উপর বিতর্কে সরকার রাজি। কিন্তু বিরোধীদের প্রস্তাব, বিতর্কের শেষে নোট বাতিল নিয়ে ভোটাভুটি হতে হবে। সরকার ভোটাভুটিতে রাজি নয়। ফলে বিরোধীদের বিক্ষোভ এ দিনও অব্যাহত থাকে এবং আগামিকাল পর্যন্ত লোকসভা মুলতুবি হয়ে গিয়েছে।

উপনির্বাচনের দেশজুড়ে বিজেপির সাফল্যে প্রমাণিত হয়েছে, নোট বাতিলের সিদ্ধান্তের পিছনে দেশের মানুষের বিপুল সমর্থন রয়েছে, মন্তব্য বেঙ্কাইয়া নাইডুর। তিনি আরও বলেছেন, ‘‘আমরা দেশের গরিব মানুষের প্রতিনিধিত্ব করি এবং তাঁদের স্বার্থ রক্ষার্থেই নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ বেঙ্কাইয়ার কথায়, ‘‘দেশের মানুষ চান নোট বাতিলের উদ্দেশ্য সফল হোক, প্রধানমন্ত্রীকে তাঁরা মহিসা হিসেবে দেখেন। কিন্তু বিরোধীরা জনগণের মনটা বুঝতে পারছেন না।’’

আরও পড়ুন: মমতার সঙ্গে কথা বলতে চান প্রধানমন্ত্রী, পিএমও-র ফোন সুদীপকে

নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের যে দাবি বিরোধী পক্ষের একাংশ করছে, তা কিছুতেই মানা হবে না, স্পষ্ট ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। তিনি বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে এ দিন বলেছেন, ‘‘পিছু হঠা মোদীজির রক্তে নেই, তিনি পিছু হঠবেন না।’’ বিরোধী ঐক্যের ছবিকেও বেঙ্কাইয়া এ দিন তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ‘‘বিরোধী পক্ষ যে ভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, তা দেখে আমি অবাক হচ্ছি। তবে ঐক্যবদ্ধ হলেও, তাঁদের শক্তি কতটুকু!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE