Advertisement
১৮ মে ২০২৪

নাবালক আইন সংশোধন: নৃশংস অপরাধে ১৬ পেরোলেই পুরো শাস্তি

রাজ্য সভায় পাস হয়ে গেল বহু বিতর্কিত জুভেনাইল জাস্টিস বিল। এ বার থেকে নৃশংসতম অপরাধের ক্ষেত্রে ১৬ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের প্রাপ্তবয়স্ক হিসাবেই গণ্য করা হবে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৫ ২০:১৫
Share: Save:

রাজ্য সভায় পাস হয়ে গেল বহু বিতর্কিত জুভেনাইল জাস্টিস বিল।

এ বার থেকে নৃশংসতম অপরাধের ক্ষেত্রে ১৬ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের প্রাপ্তবয়স্ক হিসাবেই গণ্য করা হবে।

আজ সংসদের উচ্চকক্ষে এই সংক্রান্ত বিতর্কের সময় কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গাঁধি জানিয়েছেন এই বিল অনুযায়ী, অপরাধ যতই মারাত্মক হোক না কেন, কোন নাবালককেই সরাসরি জেলে পাঠানো হবে না। তিনি জানিয়েছেন জুভেনাইল জাস্টিস বোর্ডে অভিজ্ঞ মনোবিদ ও বিশেষ়জ্ঞরা থাকবেন। তাঁরাই ঠিক করবেন অপরাধ ‘শিশু সুলভ’ নাকি প্রাপ্ত বয়স্ক মানসিকতা থেকে এই অপরাধের জন্ম। তাঁর কথায় ‘‘নির্ভয়ার (জ্যোতি) ক্ষেত্রে আমরাতো কিছুই করতে পারলাম না। কিন্তু ভবিষ্যতে যাতে কেউই আর এ ধরণের অপরাধ করে ছাড় না পায়, আমরা সে বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।’’

আদালতের নির্দেশে প্রাপ্তবয়স্কদের জেলে যাওয়ার পরেও নাবালকদের বিশেষ আবেদনের অধিকার থাকছে। নাবালকদের অপরাধ প্রমাণিত হলে ২১ বছর অবধি তাদের বিশেষ হোমে রাখা হবে। তারপর রায়ের পুর্নবিবেচনা হবে।

আরও পড়ুন-আমি হলে গুলি করে মারতাম, সংসদে ডেরেকের মন্তব্য ঘিরে বিতর্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE