হিন্দু ও মুসলিমদের মধ্যে একাধিক বিষয়ে ভুল বোঝাবাঝি ও ভ্রান্তি রয়ে গিয়েছে। যা দূর করতে পারস্পরিক আলোচনার আরও বেশি করে প্রয়োজন রয়েছে বলে মেনে নিল আরএসএস এবং অখিল ভারতীয় ইমাম সংগঠন (এআইআইও)।
ওয়াকফ বিল নিয়ে বিতর্ক তো রয়েছেই। সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। এই আবহে পারস্পরিক আস্থা বাড়াতে আজ ইমাম সংগঠনের নেতা উমের আহমেদ ইলিয়াসির সঙ্গে বৈঠকে বসেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। দিল্লির হরিয়ানা ভবনে হওয়া ওই বৈঠকটি চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা। প্রসঙ্গত, এর আগেও প্রধান ইমাম ইলিয়াসির সঙ্গে বৈঠকে বসেছিলেন ভাগবত। সে সময়ে ভাগবতকে ‘রাষ্ট্রপিতা’ বলেছিলেন ইলিয়াসি।
চলতি বছরে একশোয় পা দিচ্ছে আরএসএস। অন্য দিকে, পঞ্চাশ বছরে পা দিয়েছে ইমাম সংগঠন। দুই সংগঠনই অন্যান্য ধর্মের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমাজে সাম্প্রদায়িক সম্প্রতির বাতাবরণ তৈরি করার পরিকল্পনা নিয়েছে। আজকের বৈঠকে গেরুয়া শিবিরের পক্ষে ভাগবত ছাড়াও উপস্থিত ছিলেন সহকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে, কৃষ্ণগোপাল, রামলাল, ইন্দ্রেশ কুমারেরা। অন্য দিকে, মুসলিমদের পক্ষে প্রধান ইমাম ছাড়াও দেওবন্দ মাদ্রাসার প্রতিনিধি, গুজরাত ও হরিয়ানার প্রধান ইমামেরা উপস্থিত ছিলেন।
সূত্রের মতে, বৈঠকে ইলিয়াসি বলেন, ভুল বোঝাবুঝি দু’তরফেই রয়েছে। যদি দু’পক্ষের মধ্যে থাকা ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলা সম্ভব হয়, তা হলে ভারত বিশ্বগুরুর আসন দখল করতে সক্ষম হবে। আরএসএস নেতৃত্বের মতে, দু’পক্ষ যত বেশি আলোচনায় বসবে তত নিজেদের ভিতরে থাকা মনোমালিন্য দূর হবে। যা শক্তিশালী ভারত গড়তে প্রয়োজন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)