দোকান থেকে বাড়ি ফেরার পথে আততায়ীর গুলিতে নিহত হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) নেতা বলদেবরাজ অরোরা-র ছেলে নবীন অরোরা (৩২)। পঞ্জাবের ফিরোজ়পুরের ঘটনা। নবীন নিজেও সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ফিরোজ়পুরের সিনিয়র পুলিশ সুপার ভূপেন্দ্র সিংহ জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ নবীন তাঁর দোকান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে ডাক্তার সাধুচাঁদ চকের কাছে একটি বাজার এলাকায় দুই অজ্ঞাতপরিচয় যুবক বাইকে এসে তাঁর পথ আটকায় এবং একদম সামনে থেকে নবীনের মাথায় গুলি করে পালায়। গুলির শব্দ পেয়ে পাশাপাশি লোকজন ছুটে আসেন। নবীনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকেরা তাঁকে মৃতঘোষণা করেন।
বলদেব পুলিশকে বলেন, “ঘটনার সময়ে আমি দোকানে ছিলাম। নবীন ওর বাচ্চাদের নিয়ে পার্কে যাবে বলে দোকান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয়। মিনিট ১৫ পরে এক আমাকে জানায়, নবীনকে লক্ষ্য করে কেউ গুলি চালিয়েছে।”
স্থানীয় দোকানদার এবং আরএসএস কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এলাকার বিজেপি নেতৃত্ব সূত্রের খবর, বিচার না পেলে শেষকৃত্য করবে না জানিয়েছে নবীনের পরিবার।
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনার সময়ের ভিডিয়ো। পুলিশ সেই সূত্র ধরেই আততায়ীদের খোঁজ শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত খুনের কারণ স্পষ্ট নয়। পুলিশ দোষীদের দ্রুত খুঁজে বার করার আশ্বাস দিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)