Advertisement
E-Paper

প্রভাব খাটিয়ে নিজের এনজিও-র জন্য অনুদানের ৮৬ শতাংশই নিয়ে নিতেন অপর্ণা যাদব!

‘জীব আশ্রয়’ নামে লখনউয়ের আমাউসি-তে একটি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) রয়েছে। এই সংস্থা গরুদের নিয়ে কাজ করে। জীব আশ্রয় নামে ওই এনজিও-টি চালান অপর্ণা। প্রতি বছর গো-সেবা আয়োগ এই ধরনের এনজিও-র জন্য যে সরকারি অনুদান দেয়, প্রভাব খাটিয়ে অপর্ণা নাকি তার সিংহভাগই নিজের এনজিও-র নামে নিয়ে নেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৭ ২০:৫৬
অপর্ণা যাদব

অপর্ণা যাদব

ক্ষমতা দেখিয়ে বেআইনি ভাবে নিজের সংস্থার জন্য সরকারি অনুদানের ৮৬ শতাংশ নিয়ে নিতেন অপর্ণা যাদব! কে এই অপর্ণা? তিনি হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ভাই প্রতীকের স্ত্রী। সম্প্রতি নূতন ঠাকুর নামে এক সমাজকর্মী তথ্যের অধিকার আইনে (আরটিআই) অপর্ণা যাদবের এই কীর্তি ফাঁস করে দিয়েছেন।

‘জীব আশ্রয়’ নামে লখনউয়ের আমাউসি-তে একটি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) রয়েছে। এই সংস্থা গরুদের নিয়ে কাজ করে। জীব আশ্রয় নামে ওই এনজিও-টি চালান অপর্ণা। প্রতি বছর গো-সেবা আয়োগ এই ধরনের এনজিও-র জন্য যে সরকারি অনুদান দেয়, প্রভাব খাটিয়ে অপর্ণা নাকি তার সিংহভাগই নিজের এনজিও-র নামে নিয়ে নেন।

নূতন ঠাকুরের করা আরটিআই-এ জানা যায়, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ক্ষমতায় থাকাকালীন ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত এই ভাবে মোট অনুমোদিত ৯.৬৬ কোটি টাকার মধ্যে ৮.৩৫ কোটি টাকাই অপর্ণার সংস্থাকে দেওয়া হয়। গো-সেবা আয়োগের পাবলিক ইনফরমেশন অফিসার সঞ্জয় যাদব জানান, ২০১২-’১৩, ২০১৩-’১৪, ২০১৪-’১৫, ২০১৫-’১৬ এবং ২০১৬-’১৭ আর্থিক বছরে যথাক্রমে তাঁর সংস্থা ৪৯.৮৯ লক্ষ, ১.২৫ কোটি, ১.৪১ কোটি, ২.৫৮ কোটি এবং ২.৫৫ কোটি টাকা অনুদান পায়। যেখানে অন্যান্য সংস্থার অনুদানের পরিমাণ ছিল তার অর্ধেকেরও কম।

আরটিআই অনুযায়ী, ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রাশ সমাজবাদী পার্টির হাত থেকে চলে যাওয়ার পরই অনুদান পাওয়ার ক্ষেত্রেও পিছিয়ে পড়ে তাঁর সংস্থা। ২০১৭-’১৮ আর্থিক বছরে এখনও পর্যন্ত বিভিন্ন এনজিও-কে মোট ১.০৫ কোটি টাকা অনুদান দেয় গো-সেবা আয়োগ। সমাজবাদী পার্টির ক্ষমতা চলে যাওয়ার পর অপর্ণার সংস্থার আর অন্যান্য বছরের মতো সর্বাধিক অনুদান জোটেনি। সবচেয়ে বেশি অনুদান পায় ললিতপুরের দয়োদয়া গোশালা। আরটিআইয়ের মাধ্যমে এই তথ্য সামনে এনেই বেআইনি ভাবে পার্টির প্রভাব খাটানোর তথ্য তুলে ধরেছেন ওই সমাজকর্মী। তবে এ বিষয়ে এখনও সমাজবাদী পার্টির তরফে কোনও বক্তব্য মেলেনি।

RTI Aparna Yadav NGO Akhilesh yadav অপর্ণা যাদব
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy