চিনে শাংহাই গোষ্ঠীতে ভারত, রাশিয়া ও চিনের মৈত্রীর চিত্রের পরেই ফের শুল্ক নিয়ে দিল্লির বিরুদ্ধে তোপ দাগলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘‘ভারত, চিন, ব্রাজ়িল আমাদের শুল্ক চাপিয়ে মেরে ফেলার চেষ্টা করে। এখন ভারত আমাদের সঙ্গে কোনও শুল্ক ছাড়াই বাণিজ্য করার প্রস্তাব দিয়েছে। আমি শুল্ক না চাপালে সেটা সম্ভব হত না।’’ ভারতের উপরে বিপুল শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনার জন্যও ভারতকে জরিমানা করা হয়েছে।
এই পরিস্থিতিতে শুল্কযুদ্ধ নিয়ে আজ ভারতের পাশে দাঁড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেজিংয়ে তাঁর বক্তব্য, ‘‘কোনও দেশ বিশ্ব রাজনীতি বা নিরাপত্তার ক্ষেত্রকে দাবিয়ে রাখতে চাইলে সমস্যা হবে। চিন ও ভারতের মতো বড় দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। তাদের নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা ও আইন রয়েছে। আন্তর্জাতিক আইনে সকলের সমান অধিকার থাকা উচিত।’’ পুতিনের মতে, ‘‘ভারত ও চিনের মতো দেশকে চাপ দিলে সেগুলির নেতারা কঠিন পরিস্থিতিতে পড়েন। কোনও নেতা দুর্বলতার ইঙ্গিত দিলে তাঁর রাজনৈতিক জীবন শেষহয়ে যাবে।’’
অন্য দিকে রাশিয়ার কাছ থেকে আরও অস্ত্র কিনতে চলেছে ভারত। শীঘ্রই দিল্লিকে আরও এস-৪০০ (ভূমি থেকে আকাশ) ক্ষেপণাস্ত্র পাঠাবে মস্কো। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে, দু’দেশের আলোচনা চলছে দু’পক্ষের। রাশিয়ার ‘ফেডেরাল সার্ভিস ফর মিলিটার-টেকনিকাল কো-অপারেশন’-এর প্রধান দিমিত্রি শুগায়েভ বলেন, ‘‘ভারতের কাছে আগে থেকেই আমাদের এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনারয়েছে। অর্থাৎ আরও ক্ষেপণাস্ত্র পাঠানো হবে।’’ পহেলগামের সন্ত্রাস হামলার পরে ভারতের সিঁদুর অভিযানে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)